বাংলাদেশে লাগোয়া পশ্চিমবঙ্গের (west bengal) উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বিগত কয়েকদিন ধরে তৃণমূলের গুণ্ডারা তাণ্ডব নৃত্য চালাচ্ছে। সেখানে বিজেপির পতাকা লাগানকে কেন্দ্র করে তৃণমূলের নেতা শাহহাজান শেখ এর নেতৃত্বে শনিবার রাতে বিজেপির চার কর্মীকে খুন করা হয়। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী এখনো নিখোঁজ। এবার ওই এলাকা থেকে বাঙালি হিন্দুরা ভয়ে পালাতে ব্যাস্ত। তাঁদের কাছে ভিটে মাটির থেকেও তাঁদের জীবন বেশি মূল্যবান।
সন্দেশখালি থেকে বহু হিন্দু প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা শাহজাহান শেখ আর তাঁর দল চরম অ্যাক্টিভ।
এরা আদতে বাংলাদেশি জামাতের সমতুল্য। তৃণমূলের এই নেতার বিরুদ্ধে রোহিঙ্গাদের স্বজনপোষণের অভিযোগ আছে। এমনকি রাজ্যের মমতা সরকার ও এই নেতাকে সম্পূর্ণ ভাবে সংরক্ষণ দিয়ে চলেছে। বিজেপির চার কর্মীকে খুন করার পরেও রাজ্য সরকার থেকে এই নেতার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বিজেপি কর্মীদের খুনের পর এখন বাঙালি হিন্দুরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
Hindus fleeing from #Sandeshkhali , WB, coz the devil has risen after The Holy month. Now, Rohingyas will be settled here by Sk Shahjahan. After Diamond Harbour now Sandeshkhali. Move over Bengalis. Jihadis are here to stay.
Bengali MAA n Bengal's MAATI is for Jihadi MANUSH only. pic.twitter.com/VZ7Pu9FJgn— রানী রায় (Vijayi Bharat)
(@raniroyrocky) June 10, 2019
স্থানীয় বাঙালি হিন্দুরা তৃণমূল নেতা শাহজাহান শেখ আর তাঁর দুষ্কৃতী গ্যাংয়ের কারণে ভিটে মাটি ছেড়ে এলাকা থেকে পালাতে বাধ্য হচ্ছে। এবার এই এলাকায় রোহিঙ্গারা এসে বসবাস করলেও আশ্চর্যের কারণ থাকবে না। এক সময় ওই এলাকায় হিন্দুরা সংখ্যাগরিস্থ ছিল। কিন্তু দেশের ধর্মনিরপেক্ষতা এতটাই মাথাচারা দিয়ে বসেছে যে, এখন এখানে হিন্দুরা সংখ্যালঘু। আর এই সংখ্যালঘু হিন্দুরা এখন নিজের প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2I3RhtQ
Bengali News