-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের হাতে আসতে চলেছে বিশ্বের সবথেকে অত্যাধুনিক সুরক্ষা কবচ, বায়ুসীমা অতিক্রম করার সাহস দেখাবে না শত্রুদের মিসাইল আর ড্রোন

- June 09, 2019


ওয়াশিংটন আর মস্কোর কেন্দ্রের মোদী সরকার দেশের রাজধানী দিল্লীকে অভেদ্য সুরক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য ভারত আমেরিকা থেকে ন্যাশানাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম-II (NASAMS-II) কেনার প্রস্তুতি নিচ্ছে। এই মিসাইল ভারতের হাতে আসলে, শত্রু পক্ষ শত চেষ্টা করেও ড্রোন আর বিমান দিয়ে হামলা করতে পারবে না।

ইংরেজি সংবাদ মাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া” এর একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার দিল্লীকে চারিদিক থেকে মিসাইলের রক্ষা কবচ দিয়ে ঢাকার প্রস্তুতি নিচ্ছে। NASAMS  কেনার সিদ্ধান্ত সেই সময় নেওয়া হয়েছে, যখন DRDO তাঁদের দুই স্তরীয় ব্যালাস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম (BMD) কে বিকশিত করার অন্তিম পর্যায়ে আছে। BMD এর ডিজাইন বায়ুমণ্ডলের ভিতরে আর বাইরে পরমাণু মিসাইলকে ট্র্যাক করা আর সেটিকে চট জলদি নষ্ট করার কাজ করবে।

দিল্লীর সুরক্ষার সবথেকে বড় কবচ NASAMS এর মাধ্যমে হবে। এই রক্ষা কবচ জমি থেকে হাওয়া তে অ্যাটাক করা মিসাইল, বন্দুক প্রণালী আর AIM-120C-7 AMRAAMs ( মধ্যম দূরত্বের মিসাইল ) এর মতো বিভিন্ন হাতিয়ারের একটি সিস্টেম হবে। এই সিস্টেম তিন-মাত্রিক সেন্টিনেল র‍্যাডারের উপর ভিত্তি করবে। এই নেটওয়ার্ক প্রণালী বিল্ডিংয়ের আশেপাসে লক্ষ্য ভেদ করার জন্যও সক্ষম হবে। এই সিস্টেমের সাহায্যে ৯/১১ এর মতো হামলা থেকেও সহজেই বাঁচা যাবে।

আমেরিকার মিসাইল NASAMS-II এর জন্য পুরানো সুরক্ষা ব্যাবস্থাকে বদলে দেওয়া হবে। এই সিস্টেমে ভিআইপি নো ফ্লাই জোনে অজ্ঞাত জিনিষ দেখে ধ্বংস করার সিস্টেমকে নতুন রুপ দেওয়া হবে। ইংরেজি সংবাদ মাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া” এর প্রতিবেদন অনুযায়ী, এর আগে মোদী সরকার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে সুরক্ষা অধিগ্রহণ সমতি আমেরিকার থেকে এক বিলিয়ন ডলারে ন্যাশানাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম-II (NASAMS-II) কে কেনার প্রস্তাবকে মঞ্জুরি দিয়েছিল।

NASAMS এর সিস্টেমে তিন দিশাতে কাজ করা সেন্টিনেল র‍্যাডার, কম দুরুত্ব এবং মধ্যম দূরত্বের মিসাইল, লঞ্চার, ফায়ার ডিস্ট্রিবিউশন সেন্টার্স আর কম্যান্ড এন্ড কন্ট্রোল ইউনিট যুক্ত থাকবে। এর ফলে শত্রু পক্ষের হাওয়াই হামলাকে চট জলদি চিহ্নিত করা, সেটিকে ট্র্যাক করা আর ধ্বংস করা সহজ হয়ে যাবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31vwHdM
Bengali News
 

Start typing and press Enter to search