দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী ৮ই জুন মালদ্বীপে যান প্রথম বিদেশ সফরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালেহ শনিবার মহাসাগরের নজরদারি চালানোর জন্য ভারত দ্বারা নির্মিত র্যাডার প্রণালীর উদ্বোধন করেন। দুই নেতাই প্রতিরক্ষা এবং সামুদ্রিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যু গুলো নিয়ে কথাবার্তা চালান।
প্রাপ্ত খবর অনুযায়ী, এই র্যাডার প্রণালীর উদ্বোধন খুবই গুরুত্বপূর্ণ, এর কারণ হল চীন ভারত মহাসাগরে তার সামুদ্রিক সিল্ক রুট পরিকল্পনার জন্য মালদ্বীপকে চরম গুরুত্ব দেয়। চীন এর জন্য শ্রীলঙ্কার Hambantota বন্দর আর আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত জিবুনি বন্দরে নিজেদের প্রভাব বিস্তার করে ফেলেছে।
উপকূলীয় নজরদারি র্যাডার সমন্বিত সমুদ্র পর্যবেক্ষণ সিস্টেমের জন্য প্রাথমিক সেন্সর। দুই দেশের রাজনেতা ভারতীয় নৌসেনা আর মালদ্বীপ রাষ্ট্রীয় সুরক্ষা সেনার মধ্যে ‘হোয়াইট শিপিং” সূচনার আদান প্রদানের জন্য একটি সমঝোতাতে স্বাক্ষর করেন।
PM @narendramodi and Maldives President @ibusolih jointly inaugurated two projects on Composite Training Centre and Coastal Surveillance Radar System. pic.twitter.com/PHG2vKzKh3
— Raveesh Kumar (@MEAIndia) June 8, 2019
প্রসঙ্গত, ‘হোয়াইট শিপিং” চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরের সামুদ্রিক এলাকায় বানিজ্যিক জাহাজের সমন্ধ্যে নৌসেনার সাথে সূচনা আদান প্রদান করে। বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলে, প্রধানমন্ত্রী মোদী আর রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালেহ দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করে দুটি প্রকল্পের উদ্বোধন করেন। উনি টুইটারে লেখেন, ‘পারস্পরিক লাভজনক চুক্তির খাতিরে দুই নেতা উপকূলীয় নজরদারি র্যাডার আর মালদ্বীপ সুরক্ষা বাহিনীর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ETYhaT
Bengali News