জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এখনো পর্যন্ত তিন জঙ্গি খতম হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেনা গোপন সূত্র খবর পেয়েছিল যে, পুলওয়ামা জেলার জনবসতি পূর্ণ এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে, এরপর ওই এলাকায় ঘেরাবন্দি করে সেনা সার্চ অপারেশন চালায়।
পুলওয়ামার পঞ্জরন এলাকায় হওয়া এই এনকাউন্টারে রাষ্ট্রীয় রাইফেলস এর ৪৪ ব্যাটালিয়ান এর জওয়ান এবং সিআরপিএফ সংযুক্ত অভিযান চালায়। এখনো পর্যন্ত পাওয়া খবরে, সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লাসিপোরার পঞ্জরন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর, রাষ্ট্রীয় রাইফেলস আর সিআরপিএফ সংযুক্ত দল তল্লাশি অভিযান শুরু করে। সেনার তল্লাশি অভিযান চলাকালীন, জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা দেখে সেনার উপর গুলি চালানো শুরু করে।
জঙ্গিদের গুলির জবাবে, পালটা আক্রমণ করে রাষ্ট্রীয় রাইফেলস আর সিআরপিএফ সংযুক্ত দল। সেনার পালটা হানায় খতম হয় এক জঙ্গি। প্রাপ্ত খবর অনুযায়ী, আরও দুই জঙ্গিকে ঘিরে রেখেছে সেনা। মৃত জঙ্গির থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলা-বারুদও উদ্ধার করেছে সেনা।
আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্র মোদীর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে কাশ্মীরে তিনটি জঙ্গি কার্যকলাপ লক্ষ্য করা গেছিল। আর সেই তিনটি পৃথক ঘটনায় গত ৩০ মে আট জঙ্গিকে খতম করেছিল সেনা। এমনকি এবছরের ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হামলার পর থেকে আজ পর্যন্ত ১০৩ জঙ্গিকে খতম করেছে সেনা। পুল ওয়ামায় হামলার পর উপতক্যায় অল আউট অপারেশন চালিয়ে জঙ্গি সাফাই অভিযানে নেমেছে সেনা। মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাকির মুসা থেকে শুরু করে, দেশের একমাত্র আইএসআইএস এর জঙ্গিকেও খতম করেছে সেনা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MyPXDK
Bengali News