পশ্চিমবঙ্গে(West Bengal) মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) শাসনে শুধু বিরোধী পক্ষের নেতা বা কর্মীরা অসুরক্ষিত নয়, পুলিশ পর্যন্ত রাজ্যে অসুরক্ষিত। তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) গুন্ডারা এখন এতটাই উন্মাদী হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গের পুলিশদের পর্যন্ত ভুগতে হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে তেড়ে তেরে মারা হচ্ছে। রাজ্যে আইন কানুনের কি পরিস্থিতি তা পুলিশের এই অবস্থা দেখেই আন্দাজ করা যায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপির অনেকে কর্মীকে খুন হতে হয়েছে কিন্তু একটাও মামলায় ন্যায় হয়নি। মমতা ব্যানার্জীর গুন্ডাদের পূর্ন স্বাধীনতা রয়েছে যে কাউকে মারধর করার।
এমন অভিযোগও অনেকবার উঠেছে যে, পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের গুন্ডাদের সংরক্ষণ দেয়। কিন্তু এখন পুলিশ নিজেই তৃণমূলের গুন্ডাদের হাতে মার খাচ্ছে। পুলিশ কর্মীরাও এখন পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। পুলিশের জামা খুলে, দৌড়িয়ে দৌড়িয়ে মারা হচ্ছে এমন খবরও সামনে আসছে। পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটাকে বিজেপির মহাসচিব কৈলাশ বিজয়বর্গীও শেয়ার করেছেন। পাঠকদের জন্য ভিডিওটি নীচে দেওয়া হলো যেখানে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের জন্তু জানোয়ারের পেটানো হচ্ছে।
पुलिस की पिटाई !!
ये #MamataBanarjee जी का बंगाल है और जो हो रहा है, वो #TMC के गुंडों का सोशल वर्क!
क्योंकि, जब भी किसी राज्य में अराजकता होती है, सबसे पहले सुरक्षा पर हमला होता है। #WestBengal अराजकता, अलोकतंत्र और कुशासन का सबसे सटीक नमूना है!
अब वक़्त है इसे बदलने का! pic.twitter.com/TEM5v7cea8
— Kailash Vijayvargiya (@KailashOnline) June 6, 2019
পুলিশের গাড়ি থামিয়ে, গাড়ি থেকে পুলিশকে নামিয়ে পেটানো হচ্ছে। প্রাণ বাঁচানোর জন্য পুলিশ কর্মী প্রয়াস করছে অন্যদিকে তৃণমূলের গুন্ডারা দৌড়ে দৌড়ে মারমূখী হয়ে তাড়া করছে। এই অবস্থা দেশের একটা রাজ্যের যেখানে ক্ষমতাধারী দলের কর্মীরা বা বলা যেতে পারে গুন্ডারা নির্ভয়ে পুলিশকে পিটিয়ে মারছে। পুলিশের পোষাক খুলে নিয়ে তাদের পেটানো হচ্ছে।এই ঘটনা থেকেই পশ্চিমবঙ্গের আইন কানুনের অবস্থার সম্পর্কে ধারণা করা যায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QSWzeo
Bengali News