লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এরাজ্যে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। রোজই শাসক এবং বিরোধী দলের নেতা, কর্মীরা কাতারে কাতারে যোগ দিচ্ছেন বিজেপিতে। গেরুয়া শিবিরে মানুষের ঢল দেখে চরম চিন্তায় শাসক দল। এই ক্রমেই গতকাল ফের বড়সড় ভাঙন ধরল শাসক দলে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে রানাঘাট ১ ব্লক থেকে বৃহস্পতিবার ৩ হাজার তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন। রানাঘাটে জেলা অফিসের সামনে আজ এই যোগদান পর্ব চলে। এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রাক্তন রানাঘাট ১ ব্লকের দলীয় সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ সরকার (কাজু)। এছাড়াও দলে যোগদান করেন রানাঘাট ১ ব্লকের তৃণমূল জেলা পরিষদ সদস্য সঞ্জিত বিশ্বাস, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম পঞ্চায়েত সদস্যা সারজিনা বিবি, রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝিলমিল সরকার সহ আরো এক সদস্যা।
এছারাও রানাঘাট ১ ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শচীন্দ্র নাথ ঘোষ, হবিবপুরের প্রাক্তন অঞ্চল সভাপতি সহ কয়েক হাজার কর্মী। এছারাও রানাঘাট শহরের তৃনমূল যুব নেতা বিস্বজিত বিশ্বাস দলবল নিয়ে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা গ্রহন করেন। বিজেপি সূত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যে আনুলিয়া ও হবিবপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য সদস্যা বিজেপিতে যোগ দেবেন। এবং এই ২ টি পঞ্চায়েতে অনাস্থা আনতে চলেছে বিজেপি। সেই সাথে আগামী সপ্তাহে রানাঘাট ১ ব্লকের ৩ জন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিতে যোগদান করবেন বলে জানা গেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ICJClB
Bengali News