সন্ত্রাসবাদীদের কড়া হাতে দমন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক বড় পদক্ষেপ নিয়েছেন। এবার থেকে জম্মু কাশ্মীরে জঙ্গি গতবিধি আর তাঁদের অর্থ সাহায্য করা পৃষ্ঠপোষকদের উপর নজর রাখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রী এর জন্য টেরর মনিটারিং গ্রুপের গঠন করেছেন। এই গ্রুপ সিআইডি, এডিআইজি আর জম্মু কাশ্মীরের পুলিশের নেতৃত্বে সঞ্চালিত হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পদক্ষেপ জম্মু কাশ্মীরের ইস্যু গুলো দেখা ডেস্ক এর নির্দেশে তুলেছে। এর আগেও রাজ্যকে সন্ত্রাসবাদ মুক্ত করার জন্য জঙ্গি এবং তাঁদের পৃষ্ঠপোষকদের শাস্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনেক পদক্ষেপ নিয়েছিল। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গঠিত করা টেরর মনিটারিং গ্রুপের উদ্দেশ্য এই সন্ত্রাসবাদের সাথে মোকাবিলা করাই হবে।
Sources: TMG is becoming very active now and the concerted action by all the agencies will now give a big blow to the financiers of Terror in the valley. https://t.co/necaSpDfXo
— ANI (@ANI) June 15, 2019
শোনা যাচ্ছে যে, জঙ্গিদের বিরুদ্ধে বানানো এই গ্রুপের চেয়ারম্যান এডিজিপি (সিআইডি) হবে। এরসাথে আইবি, এনআইএ, সিবিআই, সিবিস, সিবিডিটি আর ইডির আধিকারিকরাও এই গ্রুপে যুক্ত থাকবেন।
এই গ্রুপের গঠন জঙ্গিদের বিরুদ্ধে শীঘ্র পদক্ষেপ নেওয়ার জন্য করা হয়েছে। এই গ্রুপ জঙ্গিদের আর্থিক সাহায্য করা প্রতিটি সংগঠনের তল্লাশি চালাবে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে জঙ্গিদের আর্থিক মদতকারীদের বিরুদ্ধে রাশ টানা সম্ভব হবে। আর জঙ্গি গতিবিধির সাথে যুক্ত মানুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IgQ8zk
Bengali News