ভারত আর মায়ানমারের সেনা উত্তর পূর্ব এলাকায় যৌথ অভিযান চালিয়ে জঙ্গিদের অনেক ঘাঁটি গুঁড়িয়ে ফেলে। ভারতীয় সেনা পালানোর চেষ্টা করা জঙ্গিদের গ্রেফতারও করে। ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবর অনুযায়ী, এই অভিযানের নাম ‘অপারেশন সানশাইন – ২” দেওয়া হয়েছিল। এই অভিযান ১৬ মে থেকে ৮ জুনের মধ্যে হয়েছে। সেনার এই যৌথ অভিযান উত্তর পূর্বে থাকা জঙ্গিদের কাছে বড়সড় ঝটকা বলেই ধরা হচ্ছে।
এই অপারেশনে ভারতীয় সেনার দুটি ব্যাটেলিয়ান যুক্ত ছিল। এছাড়াও স্পেশ্যাল ফোর্স, অসম রাইফেলস, আর ইনফেন্ট্রি ঘাতক ভারতীয় সীমান্তে উপস্থিত ছিল। আরেকদিকে ক্লিয়ারেন্সের কাজ হিসেবে মায়ানমার সেনার চারটি টিম উপস্থিত ছিল। এই অভিযান ‘ অপারেশন সানশাইন – ১ ” এর অনুকরণে করা হয়েছিল। অই অপারেশন ২২ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে সফল করা হয়েছিল। ওই অপারেশনে ভারতীয় সেনা ভারতের মাটিতে ঘাঁটি গেঁড়ে থাকা আরাকান জঙ্গিদের বিরুদ্ধে চালিয়েছিল। ভারতীয় সেনার হানায় পালাতে থাকা আরাকান জঙ্গিদের মায়ানমার সেনা গ্রেফতার করেছিল।
এই সংযুক্ত অভিযানের সফলতার দাবি করে এক সরকারি আধিকারিক বলেন, এই অভিযানকে দুই দেশের সেনার সমন্বয়ে সফল করা হয়েছে। আর এই অভিযান ‘অপারেশন সানশাইন – ১” এর সময় দুই দেশের সেনার মধ্যে তৈরি বিশ্বাসযোগ্যতার কারণেই সফল করা সম্ভব হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভারত মায়ানমার সীমান্তে রাস্তা বানানোর কাজ করছে, যেটা দুই দেশের মধ্যে ব্যাবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে। গোয়েন্দা সংস্থা গুলো অনেকবারই এই রাস্তা নির্মান কাজে জঙ্গি দ্বারা ব্যাঘাত ঘটানোর মত ঘটনা গুলোর জন্য হাই অ্যালার্ট জারি করেছিল।
অপারেশন সানশাইনে ভারতীয় সেনা ৭০-৮০ জঙ্গিকে গ্রেফতার করেছে, আর তাঁদের স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এনএসসিএন-কে, এনডিএফবি, আলফা, কেএলও আর এনইএফটি এর সাত থেকে আটটি জঙ্গি ঘাঁটি সেনা মর্টার ফায়ার করে গুঁড়িয়ে দিয়েছে। বেশিরভাগ ক্যাম্প নাগা জঙ্গিদের ছিল বলে জানা যায়। এই নাগা জঙ্গিরা ২০১৫ সালে ভারতের সাথে তাঁদের যুদ্ধবিরাম খতম করে দিয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Rmagmv
Bengali News