সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে পাকিস্তানের মন্ত্রীকে বিড়ালের মাস্ক পড়ে দেখা যাচ্ছে। আসলে একটি প্রেস কনফারেন্স চলাকালীন পাকিস্তানের মন্ত্রী ফেবসুক লাইভ করেছিলেন। আর সেখানে ক্যামেরাতে ‘ক্যাট ফিল্টার” করা ছিল। যেই কারণে পাকিস্তানের মন্ত্রীকে বিড়ালের মত দেখতে লাগে।
KPK social media team forget turning off cat filter during live streaming
pic.twitter.com/nhdiJzCTBH
— UET's Einsteins (@uetseinsteins) June 14, 2019
ফেসবুক লাইভের পর মন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সবাই মজার মজার কমেন্ট করতে থাকেন। পাকিস্তামের সংবাদ মাধ্যম ‘ডন” নিউজ অনুযায়ী, এই ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রান্তের। আর সেখানকার সূচনা মন্ত্রী সৌকত ইউসুফজাই আর আরও একজন মন্ত্রীর বিড়ালের কান আর গোঁফের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
KPK Government’s Social media team forgot to turn off the cat filter while live streaming a press conference on Facebook
pic.twitter.com/jbXqi4g1Or
— Desi Humorist (@desihumorists) June 14, 2019
এই প্রেস কনফারেন্সে সেখানকার বিধানসভায় নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর করা হয়। কিন্তু সেখানে ভুল করে ক্যামেরায় ক্যাট ফিল্টার এসে যায়। এই ঘটনা ঘটার পর সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে চরম ট্রল হয়। টুইটারে এক একজন ইউজার পাক মন্ত্রী সৌকত ইউসুফজাই কে এক একরকম প্রতিক্রিয়া দিয়েছেন।
You can't beat this! Khyber Pakhtunkhwa govt's live presser on Facebook with cat filters..
Even They can’t stop streaming or off the filter but they enjoy Till Last@BBhuttoZardari @SabaHyder1 @BakhtawarBZ #BuzdilNiazi pic.twitter.com/edHY6FJGot— Haseeb Abro (@itsHaseebAbro) June 14, 2019
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MOL9Kw
Bengali News