-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মহাকাশে শক্তি বৃদ্ধির দিকে আরেক ধাপ এগোলো ভারত, এবার নিজেদের স্পেস স্টেশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো

- June 13, 2019


ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে এবার মহাকাশে নিজেদের স্পেস স্টেশন বানাতে চলেছে ভারত। বৃহস্পতিবার এই তথ্য ইসরোর প্রধান কে. সিবন সার্বজনীন করেন। এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গগনযান মিশনের অংশ হবে। রাজধানী দিল্লীতে প্রেসের সামনে কে.সিবন বলেন, আমরা মহাকাশে মানব পাঠানোর পর গগনযান প্রকল্পকে বিস্তার করার কাজ করব। এরজন্য, ভারত নিজেদের স্পেস স্টেশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

 

এর আগে ১২ জুন ইসরো প্রধান কে সিবন বেঙ্গালুরু থেকে বলেছিলেন, চাঁদের মাটিতে খনিজ তত্ব নিয়ে গবেষণা করার জন্য ভারত দ্বিতীয় অভিযান ‘চন্দ্রযান-২” কে জুলাইতে মহাকাশে পাঠাবে। উনি বলেন যে, চন্দ্রযান-২ ছয় অথবা সাত সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। চাঁদের দক্ষিণ মেরু সমন্ধ্যে বিজ্ঞানীদের কাছে বেশি তথ্য নেই বলে জানান তিনি।

আপনাদের জানিয়ে রাখি চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ ১৫ই জুলাই রাত ২ঃ৫১ তে শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে করা হবে। জিএসএলভি মার্ক-৩ চন্দ্রযান-২ কে মহাকাশে নিয়ে যাবে। চন্দ্রযান-২ এর ওজন ৩.৮ টন। এই যানে তিনটি মডিউল অর্বিটর, ল্যান্ডার আর রোভার যুক্ত আছে।

ভারত দিন দিন মহাকাশে তাঁদের শক্তি বাড়িয়ে চলেছে। একসময় মহাকাশ শক্তির দিক থেকে ভারতকে কেউই চিনতো না। কিন্তু এখন বিশ্বের তাবড় তাবড় দেশ গুলো ভারতের কাছে এসে তাঁদের উপগ্রহ কম খরচে মহাকাশে পাঠাচ্ছে। এর সম্পূর্ণ ক্রেডিট ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজি আবদুল কালাম এর। ওনার মত মহান বিজ্ঞানীর চেষ্টার ফলেই আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিশ্বের মহাকাশ গবেষণা সংস্থা গুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2KOkJWs
Bengali News
 

Start typing and press Enter to search