পশ্চিমবঙ্গে(West Bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর(Mamata Banerjee) গাড়ির সামনে জয় শ্রী রাম বললেই তেড়ে আসেন এমন ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়ার পর এখন নতুন বিষয় সামনে চলে এসেছে। আসলে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গর্বের সাথে ইফতার পার্টি করেন এবং রোজা ভাঙেন। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার চর্চা শুরু হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জী কলকাতা করপোরেশনের ডার্স আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেন এবং রোজা ভাঙেন।
এই সময় মমতা ব্যানার্জী সম্পূর্ণভাবে এক ধার্মিক পোশাক পরিধান করেছিলেন। হিজাপ পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন এবং রোজা ভেঙেছেন। মমতা ব্যানার্জী এর আগেও রোজা ইফতার করতেন আর আজকেও উনি ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন। জানিয়ে দি, এখন রমজানের মাস চলছে এবং মুসলিমরা এখন রোজা রাখে যা মূলত দিনের বেলার একটা ব্রত। সন্ধ্যেবেলা রোজা ভেঙ্গে সকলে খাবার খাওয়া দাওয়া করে এটাকে ইফতার বলে। আর অনেকজন মিলে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করা হয় বলে এটাকে ইফতার পার্টিও বলা হয়।
কলকাতা করপোরেশন আজ জনগণের ট্যাক্সের পয়সায় ইফতার পার্টির আয়োজন করেছিল। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অংশ নিয়েছিলেন এবং রোজা ভাঙেন। অবশ্য মমতা ব্যানার্জী এর আগে খোলাখুলি ভাবে বলেছিলেন যে তিনি রোজা, ইফতার পার্টি করবেন। তবে জয় শ্রী রাম বলার জন্য গ্রেফতার এবং মুসলিমদের জন্য ইফতার পার্টি করা বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকবারের মতো বিজেপি সমর্থকরা এটাকে মুসলিম তোষণ বলে অবহিত করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WmJ2Ss
Bengali News