আজ আন্তজার্তিক বিশ্ব যোগ দিবস, আজ পুরো ভারত এবং বিশ্ব যোগ দিবস পালন করেছে। ভারতের সরকার হোক বা সেনা কেউই যোগ দিবসকে প্রমোট করতে পিছিয়ে নেই। ভারত দেশ প্রাচীন সময় থেকে বিশ্বকে অনেক কিছু দিয়েছে এর মধ্যে একটা বড় বিষয় হলো যোগা। তবে এখনকার দিনে যুবকরা যোগা এবং দেশী শরীর চর্চা ছেড়ে বিদেশী জিমে সময় দিতেই ব্যাস্ত। আজকের দিনে যোগা শিক্ষক, যোগগুরুরা বেশ সম্মানিত হন। তবে আজকে এক যোগ শিক্ষিকা খুব চর্চিত হয়ে রয়েছেন যিনি সমাজের সাথে লড়াই করে যোগার সাথ দিয়েছেন। সেই শিক্ষিকার নাম রাফিয়া, যিনি ঝাড়খণ্ডের রাঁচিতে বসবাস করেন। নাম শুনলেই বোঝা যায় যে ইনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
এই কারণে উনার সম্প্রদায়ের কিছু কট্টরপন্থী বার বার হুমকি দিত যে কেন সে যোগ শেখায়, কেন যোগার প্রচার করে। অবশ্য রাফিয়া কোনো হুমকিকে পাত্তা না দিয়ে নিজের কর্ম করে গিয়েছেন। কিছু কট্টরপন্থী এটা মেনে নিতে পারেনি যে মুসলিম হয়ে কেন যোগ শিখবে বা যোগ শিক্ষা দেবে। তা সত্ত্বেও রাফিয়া মনযোগ সহকারে যোগার প্রচার করেছেন। এর জন্য অনেক বড় বড় মঞ্চে উনাকে সম্মানিত করা হয়েছে। এমনকি বিখ্যাত যোগগুরু রামদেবের সাথে একই মঞ্চেও উনি যোগার প্রমোট করেছেন।
রামদেবের সাথে একই মঞ্চে যোগা করার জন্য কট্টরপন্থীরা উনার উপর পাথর ছুড়েছিল। এরপর রাজ্য সরকার রাফিয়াকে পুলিশ প্রটেকশন দিয়েছিল। উন্মাদীদের দ্বারা এই পাথরবাজির নিন্দা করে বাবা রামদেব বলেছিলেন, ইরান, পাকিস্তান, সৌদি আরবের মতো দেশেও অনেক মুসলিম যোগা করে। কিন্তু ভারতে কট্টরপন্থীরা দেশের সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যোগা একটা ব্যায়াম যা শারীরিক ও মানসিক দুইকে ঠিক রাখতে সাহায্য করে। এটার মাঝে ধর্মকে নিয়ে আসা ঠিক নয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2x4Nbvo
Bengali News