আবারও ভাঙন তৃণমূল শিবিরে। শাসক সল ছেড়ে এবার বিজেপির দিকে পা বাড়াল উত্তর বঙ্গের এক তৃণমূল বিধায়ক। এতদিন ধরে দক্ষিণ বঙ্গের তৃণমূল নেতা, বিধায়ক, কাউন্সিলররা বিজেপিতে যোগদান করছিল। কিন্তু এবার বিজেপিতে যোগদানের পালে দক্ষিণ বঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকেও এগিয়ে গেলো। ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যেই চকমপ্রদ ফল করেছিল বঙ্গ বিজেপি। কিন্ত গত লোকসভা নির্বাচনে দক্ষিণ বঙ্গের থেকে উত্তর বঙ্গেই বিজেপির প্রভাব বেশি বিস্তার হয়েছিল। কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম যে, উত্তর বঙ্গের চার বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য ইচ্ছুক। এবার সেই খবরে শিলমোহর পড়তে চলেছে।
উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের তৃণমূল বিধায়ক উইলসন চম্পামারি এবার তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকতে চলেছেন। বিজেপির সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আলিপুর দুয়ার জেলার কালাচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্পামারি শুক্রবার দিল্লীতে বিজেপির নেতা মুকুল রায়ের সাথে সাক্ষাৎ করেছেন। এদিন তিনি মুকুল রায়ের সাথে এক ঘণ্টারও উপরে বৈঠক করেন দিল্লীতে। মুকুল রায়ের সাথে এই বৈঠকের পরেই ওনার বিজেপি যোগের জল্পনা আরও বেড়ে গেছে।
, আলিপুর দুয়ার জেলার কালাচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্পামারির বিজেপি-তে যোগদানের প্রশ্নে মুকুল রায় বলেন, তৃণমূল থেকে অনেক নেতা, বিধায়কই বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে আছেন। সবাইকে সময় মতো একে একে দলে আনা হবে বলে জানান মুকুল রায়।
এর আগে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তৃণমূলকে সাত দফায় ভাঙবেন বলে জানিয়েছিলেন। দিন দুয়েক আগেই তৃণমূল থেকে দুই বিধায়ক এবং দুই পুরসভার কাউন্সিলরেরা যোগ দেন বিজেপিতে। দিনের পর দিন দলে এরকম ভাঙনে চরম ব্যাকফুটে তৃণমূল নেতৃত্ব।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Iw9MYn
Bengali News