কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সরকারের উপর আবার আক্রমণ করলেন। শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সেনার ‘ডগ ইউনিট” এর যোগার ছবি শেয়ার করে বিজেপিকে আক্রমণ করেন। আর ওনার এই আক্রমণের পর বিজেপি এবং সোশ্যাল মিডিয়ার ট্রলের শিকার হলেন তিনি। বিজেপি রাহুল গান্ধিকে পালটা আক্রমণ করে বলেন, কংগ্রেস সভাপতির জন্য হাসি ঠাট্টাই হল জীবনের মানে।
New India. pic.twitter.com/10yDJJVAHD
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2019
রাহুল গান্ধী টুইটারে ডগ ইউনিটের ছবি শেয়ার করে লেখেন, ‘নতুন ভারত”। উনি যেই ছবি শেয়ার করেছিলেন, সেখানে সেনার ‘ডগ ইউনিট” কে যোগ করতে দেখা যাচ্ছে। ওনার এই টুইটার পোস্টের পর বিজেপি আক্রমণ করতে সময় নেয়নি। বিজেপি নেতা নলিন কোহলি বলেন, ‘রাহুল গান্ধীর কাছে জীবন মজার মতো, উনি শুধু এরকম পোস্ট করার সুযোগ খোঁজেন, যেটা ওনাকে ওনার প্রিয় পিডি (রাহুল গান্ধীর কুকুর” এর স্মরণ করায়।”
রাহুল গান্ধীর এই টুইটের পর বলিউড অভিনেতা পরেশ রাওয়াল ও মোক্ষম জবাব দেন। প্রেশ রাওয়াল লেখেন, ‘এই নতুন ভারতে কুকুর আপনার থেকে বেশি বুদ্ধিমান।” প্রসঙ্গত, নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সেনা এবং সেনার কুকুরদের অসন্মান করে বসেন রাহুল গান্ধী। আর সেটাই সহ্য হয়নি বিজেপি নেতা এবং পরেশ রাওয়ালের।
Yes it’s a NEW INDIA Rahul ji where even dogs are smarter than you . @RahulGandhi
— Paresh Rawal (@SirPareshRawal) June 21, 2019
আজ সেনাকে অসন্মান করার আগে, গতকাল রাষ্ট্রপতি এবং সেনার বীরত্বের অসন্মান করেছিলেন রাহুল গান্ধী। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন, রাহুল গান্ধী মোবাইল নিয়ে ব্যাস্ত ছিলেন। এবং রাষ্ট্রপতি যখন স্যার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তুলে সেনার বীরত্বের বর্ণনা দিচ্ছিলেন। তখন সংসদে থাকা সবাই একবার টেবিল চাপড়ালেও রাহুল গান্ধী সেনার বীরত্বের জন্য সেটাও করেন নি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Y1d9LT
Bengali News