লোকসভা ২০১৯ এর ভোটের ফলাফলের পর এরাজ্যে জাঁকিয়ে বসছে বিজেপি (Bharatiya Janata Party)। তৃণমূলের (All India Trinamool Congress) একের পর এক নেতাকে দলে এনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে শাসক দলে। আর এরই মধ্যে আগামীকাল আরও বড়সড় চমকের অপেক্ষায় রাজনৈতিক মহল। আগামীকাল নদীয়ার রাণাঘাটে একটি সভা করতে চলেছেন বিজেপির রাজ্যসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সূত্র অনুযায়ী, দিলীপ ঘোষের এই সভাতে তৃণমূল ছেড়ে অনেক বড়বড় নেতা যোগ দিতে পারেন বিজেপিতে। এমনকি রাণাঘাটের ১ ও ২ নং ব্লকের বহু পঞ্চায়েতের সমীকরণ বদলে যেতে পারে কাল। এই খবর শোনার পরেই চরম চাপ সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে।
শুধু পঞ্চায়েতই না, শোনা যাচ্ছে শান্তিপুর পুরসভার বেশ কিছু কাউন্সিলর যোগাযোগ রাখছেন দিলীপ ঘোষের সাথে। রাণাঘাটের এক প্রভাবশালী মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতাও বিজেপিতে যোগদান করার জন্য মুকুল রায়ের সাথে কথাবার্তা চালাচ্ছেন বলে জানা যায়। এমনকি ওই নেতার অধীনে থাকা পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সব অনুগামীরা আগামীকাল দিলীপ ঘোষের সাথে কথা বলবেন।
এমনও শোনা যাচ্ছে যে তৃণমূলের নেতারা রাণাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সাথেও মিটিং সেরে নিয়েছে তাঁরা। এমনকি তাঁরা জগন্নাথ সরকারের কাছে তাঁদের বায়োডেটাও জমা দিয়েছে বলে খবর। এই মর্মে আগামীকাল নদীয়া জেলা নেতৃত্বের সাথে কথা বলেবন দিলীপ ঘোষ। আর এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, কাকে কাকে দলে নেওয়া হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Z94Q0G
Bengali News