পশ্চিমবঙ্গে ‘Jay Shri Ram” স্লোগান নিয়ে হওয়া বিতর্কের মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বিজেপির (Bharatiya Janata Party) উপর আক্রমণ করলেন। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আজ মমতা ব্যানার্জী সংখ্যালঘুদের উদ্দেশ্যে রেড রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আর সেখান থেকেই তিনি বিজেপি এবং মোদী সরকারের উপর নিশানা করেন। উনি ওই মঞ্চ থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভয় পাবেন না। জয় আমাদের হবেই।” উনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই দের এক হয়ে ভাতৃত্ববোধ পালন করার ডাক দেন।
সংখ্যালঘুদের সম্বোধিত করে মমতা ব্যানার্জী বলেন, আপনারা একমাস ধরে রমজান পালন করছেন, রোজা রেখেছেন। এত কষ্ট সহ্য করে আল্লাহ কে শরণ করেছেন। আজ আকাশও আপনাদের সাথে আছে, আপনারা ভয় পাবেন না। আপনারা হারিয়ে যাবেন না। আপনারা মানুষ, আপনারা মানবতার জন্য কাজ করুন।
মমতা ব্যানার্জী মুসলিমদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ভয় পাওয়ার কোন দরকার নেই। যখন সূর্যোদয় হয়, তখন সূর্যের রোশনির তেজ অনেক থাকে। কিন্তু ধীরে ধীরে সেটা কমতে থাকে, আর সব কিছু সামান্য হয়ে যায়। ভয় পাওয়ার কোন দরকার নেই। মুদ্দই লাখ বুরা চাহে তো ক্যা হোতা হেয়, ওহি হোতা হেয়, যো মঞ্জুরে খুদা হোতা হেয়। মমতা ব্যানার্জী বলেন, যত দ্রুত গতিতে বিজেপি ইভিএম ক্যাপচার করেছে, তত দ্রুত গতিতেই ওঁরা পালিয়ে যাবে।
দেখুন সেই ভিডিওঃ
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর মমতা ব্যানার্জী ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন এবং আবারও ব্যালট পেপার ফিরিয়ে আনার জন্য আন্দলনের কথা বলেন। উনি এই মঞ্চ থেকে বিজেপির জয় শ্রী রাম এর পাল্টা ‘জয় বাংলা, জয় হিন্দ, জয় ভারত” এর স্লোগানও দেন। উনি গোটা ভারতের সামনে বাংলার নাম উজ্জ্বল করা এবং হিন্দি ভাষী বিজেপিকে তাড়ানোর সংকল্প নিয়েছেন। কিন্তু তিনি এই মঞ্চ থেকে বেশিরভাগ সময়েই হিন্দিতে ভাষণ দিয়ে গেছেন। তবে এই মুখ্যমন্ত্রী ‘জয় শ্রী রাম” স্লোগান শুনলে বিরক্ত হন। কিন্তু তিনিই আবার মঞ্চে উঠে আল্লাহর নাম নেন।
Bengali News