-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ঈদের নামাজ পড়ার পর ভারতীয় সেনার উপর পাথর ছুঁড়ল কাশ্মীরের কট্টরপন্থীরা।

- June 05, 2019


এটা দেশদ্রোহীতা নয় তো আর কি! নাকি সেকুলারিজম/ধর্মনিরপেক্ষতার নামে সব দেখেও চুপ থাকা সমাজের স্বভাবে পরিণত হয়েছে। দুদিন আগেই শ্রীনগরের জামিয়া মসজিদ থেকে পাকিস্তানের পতাকা উড়িয়ে ছিল কিছু ভারতীয় মুসলিম। আর আজ ওই মসজিদ থেকেই সেনার উপর করা হয়েছে পাথরবাজি। সেনার উপর পাথর ছোঁড়া ছাড়াও আতঙ্কবাদের সমর্থনে শ্লোগানবাজি করতে দেখা গেছে। ব্যানার, পোষ্টার নিয়ে আতঙ্কবাদের সকমর্থনে বেরিয়ে রাস্তায় মিছিলও করেছে কাশ্মীরে মুসলিমরা। সমস্থকিছুই ঈদের নামাজের পর ঘটে।

নামাজের পর ভারী সংখ্যায় রাস্তায় বেরিয়ে আতঙ্কবাদের সমর্থনে শ্লোগানবাজি করছিল  কাশ্মীরের কট্টরপন্থীরা। এরপর ধীরে ধীরে সংখ্যা আরো বাড়তে থাকে এবং উগ্র ভিড় সেনার উপর পাথর ছুঁড়তে আরম্ভ করে। কাশ্মীরের এই মুসলিমরা পাকিস্তানের সমর্থনেও শ্লোগানবাজি করে। যে পোষ্টার নিয়ে কাশ্মীরের মুসলিমরা বেরিয়েছিল সেখানে মুসা আর্মি বলে লেখা ছিল। জাকির মুসা নামক কুখ্যাত আতঙ্কবাদীর সমর্থনে মসজিদ থেকে বেরিয়ে পাথরবাজি করেছে জিহাদীরা।

জানিয়ে দি, জাকির A++ ক্যাটাগরির আতঙ্কবাদী ছিল। যার উপর বহু টাকার পুরস্কারও ছিল। সেই আতঙ্কবাদীকে এখন কাশ্মীরের মুসলিম যুবকরা। নিজেদের আদর্শ মনে করে। একদিকে যখন চারিদিক মুসলিম সমাজ একে অপরকে ঈদ মুবারকের শুভেচ্ছা  জানাতে ব্যাস্ত তখন  কাশ্মীরে ভারতের গর্ব তথা ভারতীয় সেনার উপর পাথর ছুঁড়ে আক্রমন করলো জিহাদি শক্তি। সকাল ১১ তে থেকে উপদ্রবী জিহাদীরা রাস্তায় বেরিয়ে আসে এবং পাকিস্তানের সমর্থনে পতাকা উড়ায়। আজ ঈদে কাশ্মীর থেকে এমন ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ার তোলপাড় শুরু হয়ে গেছে। অনেকে বলছে এখন শুধু 35A আর ধারা ৩৭০ ওঠার অপেক্ষা তৎপর শুরু হবে একশন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IocPAB
Bengali News
 

Start typing and press Enter to search