পাকিস্তান থেকে ভারতে রপ্তানি এই বছর ৯২ শতাংশ হ্রাস পেয়ে মাত্র ২৮.৪ লক্ষ ডলারের হয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর এবছরের ১৬ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় আর্থিক পদক্ষেপ নিয়ে প্রথমে পাকিস্তানের থেকে মোস্ট ফেভার নেশনের তকমা ছিনিয়ে নেয়, পরে পাকিস্তান থেকে ভারতের আসা প্রতিটি সামগ্রীর উপর ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হয়। আর এই কারণে পাকিস্তান থেকে ভারতে এবছর রপ্তানি ৯২ শতাংশ কমে যায়।
কমার্স মিনিস্ট্রির পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবেশী দেশ পাকিস্তান গত বছরের মার্চ মাসে আনুমানিন ৩.৪৬ কোটি ডলারের সামগ্রী রপ্তানি করেছিল ভারতে। এই বছর মার্চ মাসে মোট ২৮.৪ লক্ষ ডলারের মধ্যে ১১.৯ লক্ষ ডলার শুধুমাত্র কার্পাসের রপ্তানি করেছে পাকিস্তান। প্রতিবেশী দেশ থেকে মার্চ মাসে মুখ্য রুপে যেই সামগ্রী গুলো ভারতে পাঠানো হয়েছিল তাঁদের মধ্যে প্লাস্টিক, কাপড়, পড়ার জিনিষ, মশলা ইত্যাদি ইত্যাদি। ২০১৮-১৯ এর আর্থিক বছরে পাকিস্তানের থেকে ভারতে রপ্তানি ৪৭ শতাংশ হ্রাস পেয়ে ৫.৩৬ কোটি ডলার হয়েছে।
তবে শুধু এটাই না যে, দুই দেশের খারাপ সম্পর্কের জন্য শুধু পাকিস্তানই প্রভাবিত হয়েছে। ভারতেরও কিছু ক্ষতি হয়েছে। মার্চ মাসে ভারতীয় আমদানি প্রায় ৩২ শতাংশ কমে ১৭.১৩ কোটি ডলার হয়েছে। এর আগের আর্থিক বছর ২০১৮-১৯ এ আমদানি ৭.৪ শতাংশ বেড়ে ২০০ ডলার ছিল।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের উপর কড়া পদক্ষেপ নেবে সেটা আগেই বলে দিয়েছিল। শুধু ভারত সরকারই না। দেশের কৃষকেরাও পাকিস্তানের উপর ক্ষিপ্ত হয়ে পাকিস্তানে পান, মুসুর ডাল, টমেটো ইত্যাদি ইত্যাদি পাঠানো বন্ধ করে দেয়। এর ফলে পাকিস্তানের বাজারে আগুন লেগে যায় এবং পাকিস্তানের আর্থিক অবস্থার আরও অবনতি হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XB8bFt
Bengali News