জয় শ্রী রাম ধ্বনি নিয়ে যখন উত্তাল দেশ তথা রাজ্যের রাজনীতি। তখন এক মুসলিম ব্যাক্তি কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চ্যালেঞ্জ জানিয়ে কখনো হাওড়া ব্রিজে তো কখনো ভিক্টোরিয়ার সামনে জোর গলায় চেঁচিয়ে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে যাচ্ছেন। এটাই তাঁর প্রতিবাদের ধরন। তিনি এটাই প্রমাণ করতে চান যে, জয় শ্রী রাম কোন সাম্প্রদায়িক ধ্বনি না। এটা হিন্দুদের আস্থা এবং ভারতবাসীর বিশ্বাসের ধ্বনি।
তাঁর এই প্রতিবাদের আওয়াজ রাজ্যের সর্বত্র পৌঁছে দিতে তিনি উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এসেছেন। সবকিছুর মধ্যে চমকপ্রদ কথা হল, তিনি কোন হিন্দু ধর্মাবলম্বী মানুষ নন, তিনি একজন মুসলিম হয়েও সম্প্রীতি বার্তা দিতে এরাজ্যে এসেছেন। আর তিনি নিজেকে হিন্দু/মুসলিম বলার থেকে গর্বিত ভারতীয় বলতে বেশি পছন্দ করেন।
काली घटा मंदिर में दर्शन के पश्चात-काली घटा पुलिस स्टेशन के सामने से..
जय श्रीराम! जय श्रीराम! जय श्रीराम!@MamataOfficial
*अन्य भक्तों के दर्शन 1 घंटे में..मेरा 10 मिनट।
मुझे वो विदेशी समझे. मैं भी "yes" "no" "ok" करता रहा..राज़ नही बताया की लखनऊ-मेरठ से हु, और वो भी …..pic.twitter.com/Lwp8veNm7B
— Dr Syed Rizwan Ahmed (ऋषि ) (@DrRizwanAhmed1) June 6, 2019
আইনজীবী তথা বিশিষ্ট বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ এর ভাই ডঃ সৈয়দ রিজওয়ান আহমেদ এর প্রতিবাদী কণ্ঠস্বর এর আগেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। আবারও তিনি সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জয় শ্রী রাম বলা যে গণতান্ত্রিক অধিকার সেটা জানাতে নিজের খরচে লখনৌ থেকে কলকাতায় এসেছেন তিনি।
एक बार नही बार बार कहेंगे..
पोस्ट कार्ड सेे नही,कोलकाता आ के कहेंगे..
कहा था ना, की घूम घूम कहेंगे।
जय श्रीराम! जय श्रीराम! जय श्रीराम!pic.twitter.com/GOeZEdAnon
— Dr Syed Rizwan Ahmed (ऋषि ) (@DrRizwanAhmed1) June 6, 2019
কলকাতার রাস্তার আনাচে কানাচে ঘুরে তিনি চেঁচিয়ে চেঁচিয়ে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে গেছেন। তিনি টুইটারে সেই ভিডিও পোস্ট করে বলেছেন, আমাকে কেউ বা কোন রাজনৈতিক দল এগুলো করতে বলেনি অথবা পাঠায় নি। আমি স্বইচ্ছেয় আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছি।
हावड़ा स्टेशन/पुल से
जय श्री राम।@MamataOfficial pic.twitter.com/iKpwIJF2OS— Dr Syed Rizwan Ahmed (ऋषि ) (@DrRizwanAhmed1) June 6, 2019
ওনার কথা অনুযায়ী, উনি বুধবার ঈদের দিনেই কলকাতায় আসতেন। কিন্তু উনি খবর পেয়েছিলেন যে, ঈদের দিনে ওনার উপর সাম্প্রদায়ক বিষ ছড়ানোর মিথ্যা অভিযোগ চাপিয়ে গ্রেফতার করা হতে পারে, তাই তিনি ওনার কলকাতার সফর একদিন পিছিয়ে দেন।
एक बार नही, बार बार कहेंगे।
घर बैठ के नही,कोलकाता आ के कहेंगे।
जय श्रीराम! जय श्रीराम! जय श्रीराम!pic.twitter.com/2DuCBK0uhC
— Dr Syed Rizwan Ahmed (ऋषि ) (@DrRizwanAhmed1) June 6, 2019
টুইটারে ভিডিও পোস্ট করে উনি বলছেন, ‘একবার নয় বার বার বলব, পোস্টকার্ডে নয় কলকাতায় ঢুকে বলব জয় শ্রীরাম।” উনি এই বার্তায় সবাইকে এটাই বোঝাতে চেয়েছেন যে, জয় শ্রী রাম বলা কোন অপরাধ নয়। এটা সবার গণতান্ত্রিক অধিকার। ডঃ সৈয়দ রিজওয়ান আহমেদ এর এই ‘জয় শ্রী রাম” চ্যালেঞ্জের দরুন শাসক দলের চাপ আরও বাড়বে বলেই রাজনৈতিক মহলে গুঞ্জন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WTz1vx
Bengali News