উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ অযোধ্যা যাবেন, সেখানে তিনি অযোধ্যা গবেষণা প্রতিষ্ঠানে ভগবান শ্রী রামের একটি মূর্তি উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুপুর তিনটে নাগাদ অযোধ্যা যাবেন। সেখানে তিনি দিগম্বর আখড়াতেও যাবেন। এরপর তিনি মনিরাম দাস ছাউনির প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র পরিসরে রাম জন্মভূমি ন্যাস এর সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস এর জন্মোৎসব সমারহ এর উদ্বোধন করবেন।
যদিও ওনার আজ অযোধ্যা সফরে ওনার সাথে ANI ছাড়া কোন মিডিয়া অথবা ফটোগ্রাফার থাকবে না। বাকি সমস্ত মিডিয়া কর্মীরা জন্মোৎসব সমারোহ স্থলের অনুষ্ঠান কভার করতে পারবেন। তাছাড়াও ১৪ই জুন উপমুখ্যমন্ত্রী ডঃ দীনেশ শর্মা কবি সন্মেলন এর উদ্বোধন করবেন, এবং ১৫ই জুন ধর্ম সংসদের আয়োজন হবে।
অযোধ্যায় শ্রী রাম চন্দ্রের মূর্তি স্থাপনা করা জন্য মূর্তি কর্ণাটক হ্যান্ডিক্র্যাফট থেকে ৩৫ লক্ষ টাকায় কেনা হয়েছিল। এই মূর্তি কর্ণাটক ঘরানায় বানানো হয়েছে। এই প্রতিমা টিকউডের তৈরি কাঠের একটি দুর্লভ কীর্তি গুলোর মধ্যে একটি। এই প্রতিমার জন্য শিল্পী ২০১৭ সালে রাষ্ট্রপতির থেকে পুরস্কারও পেয়েছিলেন।
কাঠের তৈরি এই প্রতিমা অযোধ্যার গবেষণা প্রতিষ্ঠানের শিল্প সংগ্রাহালয় স্থাপিত করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মূর্তি স্থাপনের সাথে সাথে মূর্তিকার এমএম মূর্তিকেও সন্মানিত করবেন। প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে উত্তর প্রদেশ সরকার অযোধ্যায় স্থাপিত হওয়া ভগবান রামের মূর্তি প্রকল্পের শিলন্যাস করেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2EWJ6NU
Bengali News