দেশের মানুষ যতই প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কথা নিয়ে যতই হাসি মজা করুক। প্রিয়াঙ্কা চোপড়া এ কথা মজার ছলে বলেনি। প্রিয়াঙ্কা চোপড়া খুবই সিরিয়াস হয়ে রাজনৈতিক মন্তব্য করছেন। জানিয়ে দি, ২৩ শে মে ভারতে লোকসভা নির্বাচন হয়েছে আর ৩০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার শপদ গ্রহণ করেছেন। বিশ্বের প্রত্যেক দেশ এই ঘটনাকে দেখেছে, নরেন্দ্র মোদীর শপদ গ্রহণের সাক্ষী হয়ে থাকার চেষ্টা করেছে। বিশ্বের সমস্থ খবরের কাজগ, মিডিয়া এই ঘটনাকে খুবই প্রমুখতার সাথে প্রসারিত করেছিল।
আমেরিকাতে বসবাসকারী প্রিয়াঙ্কা চোপড়া ক্যালিফোর্নিয়াতে এক অনুষ্ঠানে পৌঁছেছিলেন। সেখানে আমেরিকান মিডিয়া প্রিয়াঙ্কাকে দেখার পর রাজনৈতিক প্ৰশ্ন করতে আরম্ভ করে দেয়। এখন অবশ্য এটা আমেরিকান মিডিয়ার নিত্য ঘটনায় পরিণত হয়েছে যে কোনো নাম-মুখ চেনা ভারতীয় দেখলেই তাকে রাজনৈতিক প্ৰশ্ন করা। আমেরিকান মিডিয়া এখন ভারত ও ভারতের রাজনীতি নিয়ে খুবই আগ্রহী।
এক প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমিও ভারতের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইতে অংশ নেব। প্রধানমন্ত্রীর থেকে কোনো নিচু পদের জন্য আমি মাঠে নামবো না। শুধু এই নয়, প্রিয়াঙ্কা বলেন, আমি আমার হাসবেন্ট নিক জোনসকে রাষ্ট্রপতি করতে চাই। আমি প্রধানমন্ত্রী এবং নিককে রাষ্ট্রপতি পদে বসাতে চাই আমি। অবশ্য প্রিয়াঙ্কা এটা জানে না যে ভারতের প্রধানমন্ত্রী পদের লড়াই কোনো শরীর দেখানো সিনেমা করা বা রোহিঙ্গা প্রেম নয়। যদিও অনেকের দাবি প্রিয়াঙ্কা নিশ্চয় এগুলো হাসির ছলে বলেছেন। তবে আমেরিকান মিডিয়ার দাবি প্রিয়াঙ্কা খুব সিরিয়াস হয়েই মন্তব্য করেছেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Wgkcii
Bengali News