বাংলা সিনেমার একসময়ের বিশিষ্ট অভিনেত্রী অপর্না সেন (Aparna Sen)। যিনি আবার তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত। এই বাংলায় পরিবর্তনের ডাক দেওয়াতে ওনার যোগদান গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) পাশে থাকা বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট এই বাঙালি অভিনেত্রী। কিন্তু এখন মমতা ব্যানার্জীর কাজ দেখে তিনি স্তম্ভিত! তিনি মমতা ব্যনার্জীর সমালোচনা করে বলেন, ‘ নিজের কবর নিজেই খুঁড়ছেন মমতা! ”
একটি বেসরকারী টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাঙালি অভিনেত্রী অপর্ণা সেন বলেন, ‘জয় শ্রী রাম” ধ্বনি নিয়ে মমতা ব্যানার্জীর প্রতিক্রিয়া একদমই সমর্থন যোগ্য নয়। ব্যাপারটি ঠিক ভালো ঠেকছে না। অপর্ণা সেন বলেন, মমতা ব্যানার্জী কাজ করেছেন। রাজ্যের রাস্তাঘাটে উন্নয়ন করেছেন। পাহাড়ে জঙ্গলমহলে উন্নয়ন এনেছেন। কিন্তু তিনি এখন কিছু বলার আগে দ্বিতীয়বার ভাবছেন না। এটাকে সমর্থন করা যায়না। বিশিষ্ট অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন বলেন ‘ মমতা ব্যানার্জীকে যদি আরও সময় মুখ্যমন্ত্রী থাকতে হয়, তাহলে সবার আগে ওনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে।”
অপর্ণা সেনের এই মন্তব্য নৈহাটিতে মমতা ব্যানার্জীর সেই সফরের পর আসে, যেখানে মমতা ব্যানার্জির কনভয় দেখে গুটি কয়েক মানুষ ‘জয় শ্রী রাম” ধ্বনিতে মুখর হয়েছিল। তখন কনভয় থামিয়ে কার্যত লেডি ডনের মতো সেখানকার মানুষদের হুমকি দেন মুখ্যমন্ত্রী। এমনকি সেখানকার সবাইকে বহিরাগত বলে আখ্যা দিয়ে, জয় শ্রী রাম ধ্বনিকে গালাগালা বলেন তিনি। এরপরের দিনেই সেখান থেকে ১০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ।
সেদিনের ঘটনার প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, ‘আল্লাহ এর নাম নিক, মা কালির নাম নিক আর জয় শ্রী রামই বলুক। আপনি কাউকে থামাতে পারবেন না। আর আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে গাড়ি থেকে নেমে, যা ভাষায় কথা বললেন! সেটা একদমই ভালো লাগেনি আমার।”
মমতা ব্যানার্জীকে জয় শ্রী রাম লেখা পোস্টকার্ড পাঠানোর প্রস্তুতি নেওয়ার জন্য বিজেপির সাংসদদের ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে মধুর বদলা নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তাহলে এবার কি মমতা ব্যানার্জীকে আয়না দেখানোর জন্য তৃণমূলপন্থী বুদ্ধিজীবী অপর্ণা সেনের মোবাইল নাম্বার ভাইরাল করবে তৃণমূল?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2MrXDrj
Bengali News