-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মমতা ব্যানার্জী বললেন- ঈদ মুবারক, লোকজন বলতে লাগলো জয় শ্রী রাম! আর তারপর শুরু হল খেলা

- June 04, 2019


দেশে তথাকথিত সেকুলার নেতা নেত্রীদের অভাব নেই, যাদের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী(Mamata Banerjee) একজন। মাত্র কয়েকদিন আগেই মমতা ব্যানার্জী ‘জয় শ্রী রাম’ শ্লোগানকে গালি তকমা দিয়ে অনেকজনকে গ্রেফতার করিয়েছিল। আজ ৫ ই জুন ইসলামিক উৎসব ঈদ, দেশের নেতারা মুসলিম সম্প্রদায়কে ঈদের অভিনন্দ জানাতে ব্যাস্ত। মমতা ব্যানার্জী গতকাল অর্থাৎ ৪ ই জুন ঈদের অভিনন্দন জানিয়ে দিয়েছেন। কারণ উনি সবার আগে থাকতে চান। মমতা ব্যানার্জী ঈদের শুভেচ্ছা জানানোর জন্য নিজের একটা হাসি মুখের ছবি দিয়ে টুইটারে পোস্ট করেছেন।

তবে মমতা ব্যানার্জী টুইট করার পর লোকজন উনার টুইটার হ্যান্ডেলকে রামময় করে দেয়। হাজার হাজার সংখ্যায় মানুষজন মমতার ঈদের শুভেচ্ছার উত্তরে জয় শ্রী রাম লিখে। জনগণ ভারী সংখ্যায় মমতার টুইটার হ্যান্ডেলকে জয় শ্রী রাম শ্লোগানে ভরিয়ে তুলে। মমতার টুইটার হ্যান্ডেলে যে সব উত্তর এসেছে তার মধ্যে ৯৯% উত্তর জয় শ্রী রাম শ্লোগান দিয়ে। তবে এই প্রথম নয়, এর আগেও মমতা ব্যানার্জীর ফেসবুক ও টুইটারের উত্তরে রাষ্ট্রবাদীদের জয় শ্রী রাম শ্লোগানে ঝড় উঠতে দেখা গেছে।

সম্প্রতি মমতা ব্যানার্জীর সামনের জয় শ্রী রাম শ্লোগান দেওয়ায় ১০ জনকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জয় শ্রী রাম শ্লোগানকে গাল বলে গন্য করেছিল মমতা ব্যানার্জী ও তার পুলিশ। মমতা ব্যানার্জী যখন থেকে জয় শ্রী রাম শ্লোগানের প্রতি তার ঘৃণা ব্যাক্ত করেছেন তখন থেকে রামভক্তরা মমতার পোষ্ট দেখলেই জয় শ্রী রাম লিখে কমেন্ট করে। হাজার হাজার সংখ্যায় রামভক্তরা এখন মমতা ব্যানার্জী পোষ্টের অপেক্ষায় বসে থাকে এইভেবে যে, এবার জবাব দিতে হবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HWL6Yz
Bengali News
 

Start typing and press Enter to search