-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পশ্চিমবঙ্গের হিংসা নিয়ে চরম অ্যাকশনের মুডে মোদী সরকার, যখন তখন রাজ্যে ঢুকতে পারে কেন্দ্রীয় বাহিনীকে

- June 10, 2019

পশ্চিমবঙ্গে হওয়া লাগাতার হিংসা আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব রোখার জন্য মোদী সরকার এবার চরম অ্যাকশন মুডে। রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি স্বরাষ্ট্র মন্ত্রকে যেই রিপোর্ট পেশ করেছেন, সেখানে স্পষ্ট বলা আছে যে, রাজ্য সরকার হিংসাত্বক ঘটনা গুলো রুখতে ব্যার্থ। ওই রিপোর্টে এমনও বলা হয়েছে যে, মমত সরকারের আমলারা ইচ্ছে করে রাজ্যে হিংসাত্বক ঘটনা গুলোকে প্রশ্রয় দিচ্ছে। আর এই জন্য রাজ্যে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক।

স্বরাষ্ট্র মন্ত্রকের সুথ অনুযায়ী, রাজ্যপালের রিপোর্টে পশ্চিমবঙ্গের এক ডজনের উপরে আইএএস আর আইপিএস অফিসারের নামও আছে। যাদের ব্যাপারে বলা হয়েছে যে, এই অফিসারেরা ইচ্ছে করে রাজ্যে হিংসাত্বক ঘটনা গুলোকে প্রশ্রয় দিচ্ছে। আর রাজ্যে এরকম পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রক খুব শীঘ্রই ১৫০ কোম্পানির বাহিনী পশ্চিমবঙ্গে পাঠাতে পারে। আর এর জন্য সমস্ত প্যারা মিলিটারি ফোর্সকে অ্যালার্ট করা হয়েছে।

পশ্চিমবঙ্গের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সাথে সাক্ষাৎ করবেন। শোনা যাচ্ছে আজ এই সাক্ষাতে রাজ্যপালের তরফ থেকে বাংলা শান্তি ফেরানর জন্য সবরকম বিকল্প পেশ করা হবে। যদিও মন্ত্রালয়ের আধিকারিক জানান, এখনই রাজ্য সরকারকে বরখাস্ত করার মতো কড়া পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুবই কম।

রাজ্যপালের তরফ থেকে পাঠানো রিপোর্টে পরিস্কার লেখা আছে যে, রাজ্য সরকার চাইলে হিংসা থেমে যেত। এমনটাও অভিযোগ করা হয়েছে যে, মমতা সরকারের আমলারা ইচ্ছে করে হিংসা থামাচ্ছে না। অফিসারদের কাছে বিজেপির তরফ থেকে লিখিত এবং মৌখিক অভিযোগ জমা করার পরেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আর এমত অবস্থায় যদি এখন বাহিনী না মোতায়েন করা হয়, তাহলে রাজ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

আরেকিদকে আইবি রিপোর্টও বলছে যে, স্থানীয় প্রশাসন হিংসা থামানর কোন চেষ্টাই  করছে না। যদি এরকমই অবস্থা থাকে, তাহলে আগামী দিনে হিংসার ঘটনা গুলো আরও বেশি বৃদ্ধি পাবে। এমনকি রিপোর্টে এও বলা হয়েছে যে, এখন যদি এই হিংসা না থামানো যায়। তাহলে আগামী দিনে গোটা রাজ্য রাজনৈতিক হিংসার অগ্নিগর্ভ হয়ে উঠবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2I6ytu3
Bengali News
 

Start typing and press Enter to search