দেশের নয় হাজার কোটি টাকা নিয়ে ব্রিটেনে পালিয়ে যাওয়া মদ ব্যাবসায়ি বিজয় মালিয়া এবার জনতার রোষের মুখে পড়লেন। পলাতক মদ ব্যাবসায়ী বিজয় মালিয়া রবিবার ইংল্যান্ডের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত আর অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে গেছিলেন। আর সেই সময় সেখানে উপস্থিত ক্রিকেট প্রেমীরা তাঁকে দেখেই ‘বিজয় মালিয়া চোর হেয়” এর স্লোগান দেওয়া শুরু করে দেয়।
খবর অনুযায়ী, রবিবার ৯ জুন বিজয় তাঁর বান্ধবী (কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন বিমান সেবিকা” পিঙ্কি লালবানি আর মা ললিতার সাথে স্টেডিয়াম থেকে বেড়িয়ে আসছিলেন, আর সেখানে প্রায় ১০০ ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাঁকে ঘিরে ফেলে ‘চোর হেয়, চোর হেয়” এর স্লোগান দিতে থাকেন। সেখানে উপস্থিত কিছু ভারতীয় ক্রিকেট ভক্তরা এই মুহূর্তকে ক্যামেরা বন্দি করে ফেলেন। ভিড় একটু কমতেই বিজয় মালিয়া সাংবাদিকদের বলেন, ‘ভাগ্যিস আমার মাকে আঘাত করেনি তাঁরা।”
ভিড়ের মধ্যে এক একজন এক একরকম স্লোগান দিতে থাকেন, কেউ বলেন ‘মালিয়া পুরুষ হয়ে দেখান” আর কেউ বলেন, ‘মালিয়া চোর হেয়”। মালিয়া আবার এদের স্লোগানের প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘ধন্যবাদ, অল দ্য বেস্ট।” ভিড়ের মধ্যে এক ব্যাক্তির দিকে মালিয়া হাতও বাড়িয়েছিলেন, ওই ব্যাক্তি তখন বলে ওঠেন, ‘কোন চোরের আমাকে ছোঁয়ার অনুমতি নেই।” আবার একজন বলে ওঠেন ‘বিজয় মালিয়া চোর হেয়।”
#WATCH London, England: Vijay Mallya says, "I am making sure my mother doesn't get hurt", as crowd shouts "Chor hai" while he leaves from the Oval after the match between India and Australia. pic.twitter.com/ft1nTm5m0i
— ANI (@ANI) June 9, 2019
মালিয়া ভারতে প্রত্যার্পণ নিয়ে এখনো ব্রিটিশ আদালতে মামলা লড়ছেন। উনি কোন মতেই ভারতে ফিরে আসতে চাননা। তবে তিনি গতকাল ভারত – অস্ট্রেলিয়ার ম্যাচে, ভারতকে সমর্থন করা জন্যই গেছিলেন। আর এটা তিনি নিজের মুখেই বলেছেন। এরপর তিনি সংবাদ মাধ্যমের আর কোন প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZfxHAI
Bengali News