-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৫০ বছরের পুরনো ভাঙা ব্রিজকে মোদীর দ্বারা তৈরি নামে চালিয়ে অপপ্রচার করলো কংগ্রেস

- June 21, 2019


মিথ্যা প্ৰচার করে জনগণকে ভ্রমিত করা এখন দালাল মিডিয়া ও কিছু রাজনৈতিক দলের নিত্য কাজে পরিণত হয়েছে। তবে মিথ্যাকে যতই বার বার প্রচার করে সত্য দেখানোর চেষ্টা হোক না কেন, সত্য কখনো চাপা থাকে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনি এক মিথ্যা প্রচার ঘুরে বেড়াচ্ছে যার সত্যতা এখন প্রকাশিত হয়েছে। আসলে জামনগর জুনাগড়ে হাইওয়েতে ব্রিজ ভাঙা নিয়ে বিরোধীরা নরেন্দ্র মোদীর উপর মিথ্যা দোষারোপ চাপিয়েছেন যা এখন পর্দাফাঁস হয়েছে। পশ্চিমবঙ্গ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, জামনগর জুনাগড়ে হাইওয়েতে যে ব্রিজ ১৯ তারিখ ভেঙে পড়ে তা নরেন্দ্র মোদী ৩ মাস আগে উদ্বোধন করেছিলেন। West Bengal Congress তাদের ফেসবুক ও টুইটার হ্যান্ডেলেও এই দাবি করে পোষ্ট করা হয়েছিল।

নরেন্দ্র মোদী ৩ মাস আগে যে ব্রিজ উদ্বোধন করেছিলেন তা ভেঙে পড়েছে বলে দাবি করা হয়েছিল। তবে এখন কংগ্রেসের এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। India Today Anti Fake News War Room (AFWA) এর অনুযায়ী, নরেন্দ্র মোদী ও ব্রিজ ভাঙা নিয়ে যে দাবি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা। জামনগর জুনাগড়ে হাইওয়েতে যে ব্রিজ ১৯ তারিখ ভেঙে পড়েছে তা ৫০ বছর পুরানো। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জিকে মিয়ানিও এটা বলেছেন যে ব্রিজ ৩ মাস আগে উদ্বোধন করা হয়নি এটা ৫০ বছর আগের ব্রিজ।

এক্সসিকুটিভ ইঞ্জিনিয়ার জেভি জোশি বলেন এটা ৫০ বছর আগের ব্রিজ। জোশি বলেন ব্রিজের ভাঙা অংশ দেখলেই বোঝা যায় সেই সময় স্টোন দিয়ে ব্রিজ নির্মাণ হতো, এখন কংক্রিট ব্যাবহার করা হয়। তবে ব্রিজ ৫০ বছরের পুরনো হলেও জনগণকে বিভ্রান্ত করতে এবং বিজেপির প্রতি মানুষের বিশ্বাসকে নষ্ট করতে নেমে পড়েছে West Bengal কংগ্রেস। যারা সোশ্যাল মিডিয়ায় দুর্ব্যবহার করে নরেন্দ্র মোদীকে নিয়ে মিথ্যা প্রচার চালিয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WW1scY
Bengali News
 

Start typing and press Enter to search