বেগুসরাই থেকে CPI লোকসভা পার্থী কানাইয়া কুমারের একটা ভিডিও ভাইরাল হচ্ছে। প্রথমত পাঠকদেফ জানিয়ে দি, বেগুসরাইতে ভোট প্রদান পর্ব শেষ হয়ে গেছে। এখন কানাইয়া কুমারের একটি ভিডিও লাগাতার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা সাধারণ মানুষ শেয়ার করছে। ভিডিও শেয়ার করার পর মানুষ কানাইয়া কুমারের মানসিকতার উপর প্রশ্ন তুলেছেন। ভিডিও দেখার পর অনেকে বলেছেন, এমন পার্থী জয়লাভ করে সাংসদে পৌঁছে গেলে দেশের কি হাল হবে!
ভিডিওতে এক মিডিয়ার কাছে কানাইয়া কুমার বার্তালাপ করছেন। সোশ্যাল মিডিয়ায় মানুষ দেশের মিডিয়ায় রোল নিয়েও প্রশ্ন উঠিয়েছে। কারণ মিডিয়া দেশ বিরোধী মানসিকতাকে প্রমোট করছে। কানাইয়া কুমার ভিডিওতে বলছেন, মারা যাওয়া নকশালীদেরকে শহীদের মর্যাদা দেওয়া উচিত। কানাইয়া কুমার স্পষ্ট ভাষায় মৃত নকশালীদের শহীদের মর্যদা দেওয়া উচিত।
কানাইয়া কুমার এই দাবি রাবিশ কুমার নামক এক সাংবাদিকের কাছে করেছেন। কথিত সাংবাদিকের সাথে বার্তালাপের সময় কানাইয়া কুমার নকশালীদের নিরীহ বলে তাদের জন্য শহীদের মর্যাদার দাবি তোলেন। স্মরণ করিয়ে দি, এটা সেই কানাইয়া কুমার যে ভারতীয় সেনাকে ধর্ষণকারী বলেছিল এবং সেই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Kanhaiya Kumar says Naxalites are Martyrs they should be respected.
Today terrorists naxalite killed 15 men in uniform & 1 citizen
Naxal terrorists sympathizers like Sheihla Rashid, Jignesh, Shabana Azmi, Javed Akhtar, Swara Bhaskar should hang their head in shame#Gadchiroli pic.twitter.com/9UPloLkktB
—
Chowkidar Priya Kulkarni
(@priyaakulkarni2) May 1, 2019
লক্ষণীয় বিষয় এই যে দেশের মিডিয়ার এক বিশেষ ভাগ কানাইয়া কুমারের জন্য খুব পরিশ্রম করে। কানাইয়া কুমারকে প্রমোট করার জন্য মিডিয়ায় এক ভাগ দিনরাত এক করে। মিডিয়ায় এই বিশেষ ভাগকে বামপন্থী ঘেঁষা মিডিয়া বলেও অনেকে তকমা দেন। এমনকি জাভেদ আখতারের মতো লোকজন বেগুসরাই এসে কানাইয়া কুমারের জন্য প্রমোট করেন। শুধু এই নয়, কংগ্রেসের বড়ো নেতা দিগ্বিজয় সিং বিগত দিনে বলেছিলেন আমি কানাইয়া কুমারের বড়ো সমর্থক। কানাইয়া কুমার নকশালীদের জন্য শহীদের মর্যাদা চেয়েছে সেই ভিডিও পাঠকদের জন্য দেওয়া হলো।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LeW6nH
Bengali News