২৯ বছর আগে যে কাশ্মীরিকে গুলি করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই কাশ্মীরি আজ পুনরায় কাশ্মীরে পৌঁছে গেছেন। ২৯ বছর আগে গুলি খাওয়ার পর নিজের জন্মমাটি থেকে কোনো রকমে পালিয়ে বেঁচেছিলেন কাশ্মীরি। সেই কাশ্মীরি আজ পুনরায় নিজের জন্মমাটিতে পৌঁছেছেন। নরেন্দ্র মোদীর ৫ বছর শাসনের পর এবার হিন্দু ফেরতের কাজ শুরু হয়েছে। হিন্দু পুনরায় নিজের স্থানে ফিরতে শুরু করেছে। স্বভূমিতে ফিরে এসে আবার নতুন করে নিজের ব্যাবসা শুরু করছে কাশ্মীরি হিন্দু।
কাশ্মীরের হিন্দুদের কাছে এক সময় সবকিছু ছিল। ঘর,বাড়ি,সম্পত্তি, ব্যাবসা সবই ছিল হিন্দুদের। কিন্তু ব্যাপক ইসলামিকরণ ও জিহাদের জন্য ৭ লক্ষ হিন্দুকে কাশ্মীর ছেড়ে পলায়ন করতে হয়েছিল। ২৯ বছর পর শ্রীনগরের মূল নিবাসী আর এল মাভা নিজের বাড়ি ফেরত এসেছেন। উনি শ্রীনগরে একটা দোকান খুলেছেন এবং বসবাস করতে শুরু করেছেন।
J&K:RL Mawa,a Kashmiri Pandit has returned to Srinagar after 29 yrs&opened a shop in Bohri Kadal,says,"I received a hero's welcome. My father had a shop in this area&in '90,when I was at the shop I was shot but I survived.Then I settled in Delhi but there's no place like Kashmir" pic.twitter.com/yLvcgbCxtE
— ANI (@ANI) May 2, 2019
আর এল মাভা মিডিয়ার কাছে বলেছেন, শ্রীনগরে উনার বাবার দোকান ছিল। কিন্তু কট্টরপন্থীরা উনাদের তাড়িয়ে দেয়। উনার উপর গুলি চালানো হয়েছিল কিন্তু উনি প্রাণে বেঁচে যান। এরপর বেশিরভাগ পলাতক কাশ্মীরির মতো উনিও দিল্লীতে ছিলেন। কিন্তু এখন উনি। শ্রীনগরে ফিরে এসেছেন এবং দোকান খুলেছেন। দেশে শক্তিশালী সরকার থাকলে, একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে পুনরায় হিন্দুরা নিজের স্বভূমিতে ফিরে যেতে পারবে।
৭৪ বছরের রোশোন লাল মাভা কাশ্মীরে সাহসিকতার ফিরে এসেছেন এবং নিজের ব্যাবসা শুরু করেছেন। পুরানো দিল্লীতে থাকার সময় বেশিরভাগ কাশ্মীরিরা নিজেদের স্বভূমিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছেন রোশোন লাল মাভা। মাভা বলেন, আমি পুরো দেশে ঘুরেছি কিন্তু স্বভূমি কাশ্মীরের থেকে ভালো স্থান কোথাও পাইনি। মাভা বলেন অন্যান কাশ্মীররিরাও সুযোগ পেলে নিজের মাটিতে ফিরে আসবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZSvBrC
Bengali News