সার্জিক্যাল স্ট্রাইক,এয়ার স্ট্রাইক, পাকিস্তান এইসব ইস্যুতে ভারতের রাজনৈতিক মহল প্রায় গরম থাকে। এখন দেশের পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন একটা বড় মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক মহল আরো একবার উত্তপ্ত হয়েছে। দেশের পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, যখন কেন্দ্রে আমাদের সরকার ছিল অর্থাৎ UPA আমলে বহুবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। UPA আমলে যখন সোনিয়া গান্ধীর নেতৃত্বে সরকার চলতো এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী নাম মাত্র ছিল তখন পাকিস্তানের উপর বহু সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে বলে দাবি।
হিন্দুস্তান টাইমস নামক এক সংবাদ মাধ্যমের কাছে ইন্টারভিউ দেওয়ার ভারতের পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং একথা বলেছেন। উনি বলেছেন আমাদের সময়ে অনেক সার্জিক্যাল স্ট্রাইক করেছি কিন্তু আমরা কাউকে জানাইনি। মনমোহন সিং বলেন, আমাদের উদেশ্য ছিল সার্জিক্যাল স্ট্রাইক। ইন্টারভিউতে উনি বলেন, শত্রুকে শিক্ষা দিলে কাউকে বলতে নেই। তাই আমরা কাউকে জানায়নি।
মনমোহন সিং হিন্দুস্তান টাইমস এর সুনিত্রা চৌধুরীর সাথে বার্তালাপ করছিলেন। মোদী সরকারের সমালোচনা করে মনমোহন সিং বলেন, সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের কথা বলে সরকার লজ্জাজনক কাজ করেছে। জানিয়ে দি, উরি ও পুলবামা হামলার পর ভারতীয় সেনা পাকিস্থানে ফুকে স্ট্রাইক করেছিল। কিন্তু দুই স্ট্রাইকের সময়তে বিরোধী দলগুলি পাকিস্তানের সুরে কথা বলে প্রমাণ চেয়েছিল। কিন্তু নির্বাচনের মহলে মনমোহন সিংয়ের সুর সম্পূর্ণ বদলে গেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VGDXTS
Bengali News