মধ্যপ্রদেশের আজকাল রাজনৈতিক আবহাওয়া এতটাই গরম যে, সেখানকার খবর এখন সবসময় শিরোনামে থাকছে। আর সেরকমই এক খবর আজ আবার শিরোনামে। আজ মধ্যেপ্রদেশের রাজধানী ভোপালে দিগ্বিজয় সিং (Digvijaya Singh) এর একটি রোড শো ছিল, আর সেই রোড শো চলাকালীন মোদী মোদী এর স্লোগান ওঠে। আর সবথেকে বড় অবাক কাণ্ড হল, মোদী মোদী স্লোগান দেওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শোনা যাচ্ছে যে, চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দিগ্বিজয় সিং ভোপাল লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী আর ওই আসনে বিজেপির প্রার্থী হয়েছে সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।

দিগ্বিজয় সিং হিন্দু ভোট পাওয়ার এখন সাধু সন্তের শরণাপন্ন হয়েছেন। আর সেই জন্য তিনি কম্পিউটার বাবাকে নিয়ে রোড শো করেন। দিগ্বিজয় সিং (Digvijaya Singh) এর রোড শোয়ে কংগ্রেসের সব কর্মীরাই গলায় গেরুয়া স্কার্ফ নিয়ে রোড শোয়ে নামেন। আর সেইসময় মধ্যপ্রদেশের পুলিশের জওয়ানেরাও গেরুয়া স্কার্ফ গলায় পড়েন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H6ijAd
Bengali News