লোকসভা নির্বাচন ২০১৯ এর ফলাফল ২৩ মে ঘোষণা হবে। কিন্তু তাঁর আগেই অনেক জ্যোতিষ নিজেদের জ্যোতিষ বিদ্যা কাজে লাগিয়ে আগামী প্রধানমন্ত্রীর নাম জানাচ্ছেন। আর কিছু এরকমই ঘটনা মহারাষ্ট্রের বুলঢানা ভেন্ডবলাল এলাকার ৩০০ বছরের পুরানো ঐতিহ্যের মাধ্যমে করা হয়েছে। ৩০০ বছরের পুরানো সংস্কৃতি অনুসারে একটি জলে ভরা পাত্র মাটির নীচে পুঁতে দেওয়া হয়। আর ওই পাত্রে একটি পান, একটি এক টাকার কয়েন ও একটি সুপারিও রাখা হয়। সংস্কৃতি অনুসারে, পাত্রে থাকা সুপারি যদি এদিক ওদিক হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রী পাল্টাবে। আর নিজের যায়গায় স্থির থাকলে বর্তমান প্রধানমন্ত্রীই আবার ক্ষমতায় ফিরবেন।
শোনা যাচ্ছে গ্রামবাসীরা এবার কে প্রধানমন্ত্রী হবে বলে আগে থেকেই গণনা করার জন্য তাঁদের ৩০০ বছরের পুরানো সংস্কৃতির ভরসা নেন। আর সেই তাঁরা মাটিতে একটি জল ভরা পাত্র পুঁতে তাতে একটাকার একটি কয়েন, পান আর সুপারি দেন। আর এবারের এই পরীক্ষায় সুপারি নিজের যায়গাতেই ছিল, একটুও নড়েচড়ে নি। আর তাঁদের এই জ্যোতিষ বিদ্যার উপরে ভোর করেই, তাঁরা জানায় যে, এবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হবেন।
বুলঢানা ভেন্ডবলালে এই জ্যোতিষ বিদ্যা কাজে লাগিয়ে এলাকায় হওয়া বৃষ্টি আর ফসলের উৎপাদনের অনুমান লাগানো হয়। এই ভবিষ্যৎবাণী অথবা জ্যোতিষ বিদ্যা ওই গ্রামের সারং ধরবাঘ মহারাজ এর পরিবারের মানুষ করে আসছেন।
ওই গ্রামে প্রতি বছরই এরকম ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে। তাঁরা ফসল এবং বৃষ্টির জন্য এই পন্থা অবলম্বন করেন। গত বছর বৃষ্টি, ফসল আর জঙ্গি হামলা নিয়ে করা ওই গ্রামের ভবিষ্যৎবাণীর মধ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ঘটনা সত্যি হয়েছে। তাই এবারও অনুমান করা হচ্ছে যে, তাঁদের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবারও নরেন্দ্র মোদীই আবার দেশের প্রধানমন্ত্রী হবেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VnlLiJ
Bengali News