ক্রিকেটের ময়দানে চার ছয় মারা আর বোলারদের ধুয়ে দেওয়া ব্যাটসম্যান গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন রাজনীতির ময়দানে। আর সেই ময়দান থেকেই উনি দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে (Arvind Kejriwal) ধুয়ে দেন। দিন কয়েক আগেই দিল্লীর মোতিনগরে অরবিন্দ কেজরীবাল একটি রোড শো করছিলেন। আর সেই রোড শোয়ে সুরেশ নামের এক ব্যাক্তি অরিবিন্দ কেজরীবালকে চড় মারেন। সুরেশ আর কেউ না, তিনি হলেন অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টির এক কর্মী।
সুরেশ কেজরীবালকে (Arvind Kejriwal) সেনা বিরোধী বয়ান দেওয়ার জন্য আর দেশকে অপমান করার জন্য চড় মেরেছিলেন। কিন্তু কেজরীবাল চিরাচরিত ভাবে এই বারও দোষ BJP’র উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করে। আর কেজরীবালের মন্ত্রী মনিষ সিসোদিয়া অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর উপর কেজরীবালকে মেরে ফেলার ষড়যন্ত্র করার অভিযোগ আনেন।
গৌতম গম্ভীর (Gautam Gambhir) নয়া দিল্লী আসন থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন। আর উনি এই ইস্যু নিয়েই কেজরীবালের উপরে আক্রমণ শানান। গৌতম গম্ভীর বলেন, ‘দু দিন আগে দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরীবালকে এক ব্যাক্তি চড় মারেন। কেজরীবাল এই ঘটনার জন্য নরেন্দ্র মোদী এবং BJP’কে দোষ দেন।” গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘কেজরীবাল এখনো এত বড় নেতা হয়নি যে, বিজেপি ওনাকে নিয়ে ভাববে।”
हमारे प्रिये @GautamGambhir लॉंग ऑन के उपर से छक्के को छक्का लगाते हुए छक्का स्टेडियम पार.. pic.twitter.com/GesNa8grlW
— चौकीदार नेता
(@AkalLess) May 7, 2019
আপনাদের জানিয়ে রাখি, কেজরীবাল (Arvind Kejriwal) বিগত পাঁচ বছরে কিছু করুক আর না করুক, নরেন্দ্র মোদীকে দোষ দিয়ে গেছেন। কেউ ওনার উপরে লঙ্কার গুঁড়ো ছুরুক, কেউ চড় মারুক আর কেউ কালি ছুঁড়ে মারুক। সবসময় কেজরীবাল দোষ মোদীজিকেই দিয়েছেন। এমনকি এরজন্য উনি নরেন্দ্র মোদীর কাছে ইস্তফার ও দাবি করেছিলেন। আর মোতিনগরে চড় খাওয়ার পরেও, কেজরীবাল আগের মত একই ঘটনা ঘটান।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WzqACc
Bengali News