পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত আর পাকিস্তানের সম্পর্কে সেই যে ফাটল ধরেছিল, সেটা এখনো পূরণ হয়নি। আর এই কারণে বালাকোট এয়ার স্ট্রাইকের ৭৫ দিনে পরেও পাকিস্তান ভারত আতঙ্কে ভুগছে। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান বায়ুসেনা ভারতের আতঙ্কে তাঁদের তিনটি হোম এয়ারবেস থেকে F-16 যুদ্ধ বিমান সরিয়ে অন্য এয়ারবেসে মোতায়েন করেছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফাইটার জেট F-16 কে সরগোধা, পাঞ্জাব আর সিন্ধ এয়ারবেস থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন তাঁরা F-16 ফাইটার জেটকে দেশের অন্য এয়ারবেসে মোতায়েন করেছে। পাকিস্তানের সবথেকে বড় আশঙ্কা হল, ভারত যদি এখন হামলা করে দেয় তাহলে তাঁদের গোটা স্কোয়াড্রান ধ্বংস হয়ে যাবে। আর এই জন্যই F-16 বিমান গুলোকে ফরোয়ার্ড এয়ার বেসে নিয়ে যাওয়া হয়েছে।
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতীয় সীমায় ফাইটার প্লেন মোতায়েন করার সাথে সাথে পাকিস্তানি সেনা শিয়ালকোট এলাকায় ট্যাংক আর সুসজ্জিত রেজিমেন্ট মোতায়েন করেছে। পাকিস্তানি সেনায় এই মুভমেন্টে ভারত কড়া নজর রাখছে। ভারতও পাকিস্তানকে শিক্ষা দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আর পাকিস্তানের বায়ুসেনার প্রধান মুজাহিদ আনওয়ার খানের সাথে গত একমাসে চারবার বৈঠক হয়েছে। বায়ুসেনা প্রধান ইমরান খানকে বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করেছে।
ভারতও পাকিস্তানের এই পদক্ষেপ দেখে সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে। ভারত সীমান্তে অ্যাডভান্স আর্মড ফোর্স মোতায়েন করেছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হরিয়ানার সাথে পাঞ্জাব আর রাজস্থানের ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে SU-30MKI ফাইটার জেটকে মোতায়েন করা হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VNIt3L
Bengali News