দেশে লোকসভার নির্বাচন ব্যাপকভাবে শুরু হয়েছে। এখনো পর্যন্ত চতুর্থ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশের মানুষ ভোট প্রদানে বেশ আগ্রহ প্রকাশ করতেও শুরু করেছে। এমনকি পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে রাজনৈতিক অশান্তি লেগেই থাকে সেখানেও মানুষ ৮০% এর উপরে ভোট প্রদান করছেন। মানুষের মধ্যে এমন ভোট।প্রদানের উৎসাহ দেখে রাজনৈতিক পার্টিগুলিও তাদের অভ্যন্তরীণ সমীক্ষা শুরু করেছে। সমীক্ষার ফলাফল যে বিজেপির দিকে ঢলে পড়ছে সেটাও এখন নেতা নেত্রীদের বক্তব্য থেকে স্পষ্ট।
আসলে বিরোধী দলের নেতা নেত্রীরা একবার পুনরায় EVM মেশিনের উপর দোষারোপ শুরু করেছে। তবে এবারে যিনি EVM মেশিন হ্যাক হওয়ার অভিযোগ তুলেছেন তিনি কোনো সাধারণ নেতা নন। উনি হলেন NCP এর মুখ্য শরদ পওয়ার তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শরদ পওয়ার এখন EVM মেশিন হ্যাক হওয়ার নতুন থিওরী ছুঁড়ে দিয়েছেন। এতদিন অবধি যে থিওরী কেউ দিতে পারেনি ঠিক সেটাই দিয়েছেন শরদ পওয়ার। যা নিয়ে ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে।
আসলে মহারাষ্ট্রের এক TV চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে শরদ পওয়ার বলেছেন, EVM মেশিনের ভেতর একটা চিপ থাকে। সেই চিপকে সামনাসামনি থাকা টাওয়ার থেকে নিয়ন্ত্রণ করা যায়। শরদ পওয়ার বলেন, আমি এই টেকনোলজির পুরো বিষয়টি জানি না কিন্তু এটা নিশ্চিত যে EVM মেশিনকে সামনে থাকা টাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত করা যায়। BJP এর জয়লাভ EVM হ্যাকের দ্বারা হয় বলে দাবি করেন শরদ পওয়ার।
পোলিং বুথের বাইরে কাছাকাছি যে টাওয়ার থাকে তার মাধ্যমে EVM এর মধ্যে থাকা চিপকে ইচ্ছামতো চালানো করা হয় বলে দাবি করেন শরদ পওয়ার। এর আগে রাহুল গান্ধী গুরু নামে পরিচিত স্যাম পিত্রদা EVM মেশিন হ্যাক এর ইস্যু তুলেছিলেন। যদিও সুপ্রিম কোর্ট EVM হ্যাকের বিষয় মিথ্যা বলে রায় দিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2J9Ti90
Bengali News