আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন, যেখানে উনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে ট্রল করেন। বাবুল সুপ্রিয়র ওই ছবিতে লেখা আছে, ‘আয়েগা তো রাহুল গান্ধীই” আর তারসাথে ওই ছবির নীচে ছোট করে লেখা আছে, ‘থাইল্যান্ড ট্যুরিজম”। কেন্দ্রীয় মন্ত্রী এভাবেই এক্সিট পোল আসার পর কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে হাসি ঠাট্টা করেন।
বাবুল সুপ্রিয় টুইটে ওই ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘ আমি এতে সাহায্য করতে পারব না। কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। আর যে এই ছবিটি বানিয়েছে, সে খুব প্রতিভাবান।”
উল্লেখনীয় ব্যাপার হল যে, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় গত ১৬ই মে মহাগটবন্ধনকে ‘মহাঠগবন্ধন” বলেছিলেন। সুপ্রিয় টুইট করে লিখেছিলেন, ‘মহাঠগবন্ধন” কে ভারতের মানুষ কোনদিনও ভোট দেবেনা। কারণ ভারতের মানুষ নিজেদের সবসময় রাজনীতির উপরে রাখে।
নির্বাচন কমিশন চরম অশান্তির জেরে বাংলাতে সময়ের আগেই নির্বাচন প্রচার সমাপ্ত করার নির্দেশ দেয়। গত মঙ্গলবার কলকাতায় বিজেপির সর্বভারতীয় অমিত শাহ এর রোড শোয়ে তৃণমূল হামলা করেছিল। আর সেই সময় বিখ্যাত মনিষী ইশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের মূর্তিও ভাঙাও হয়েছিল।
আর এই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সময়মত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ জানিয়ে বাবুল সুপ্রিয় টুইট করে লেখেন, ‘বাংলায় ছয় দফার ভোটে চরম অশান্তি হয়েছে। মমতার সরকার বাংলার গণতন্ত্র আর মানবতার খুন করেছে।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2YDcDDO
Bengali News