এক্সিট পোল আসার পর থেকে কংগ্রেস নেতারা এর উপর প্ৰশ্ন করতে শুরু করে দিয়েছে। কংগ্রেস নেতা আনন্দ শর্মা লিখেছেন, পোল শুধুমাত্র মনোরঞ্জন এর জন্য এর উপর কোনো বিশ্বণীয় রাখার প্রয়োজন নেই। এক্সিট পোলের গড় পরিসংখ্যান অনুযায়ী, ৫৪২ টি আসনের মধ্যে NDA- ৩০৫,UPA- ১২৪ ও অন্যান্যরা ১১৩ টি আসন পাবে। জানিয়ে দি, ৫৪৩ টি আসনের মধ্যে ৫৪২ টি আসনের উপরেই দেশজুড়ে চর্চা চলছে। তামিলনাড়ুর একটা আসনের উপর নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দিয়েছে।
এখন এই আসন গুলির উপর যে এক্সিট পোল বেরিয়ে আসছে সেই অনুযায়ী দেশে NDA সরকার পুনরায় আসতে চলছে। কিমু কংগ্রেস নেতারা এক্সিট পোলের পরিসংখ্যান হজম করতে পারছে না। গতকাল থেকেই কংগ্রেসের বরিষ্ঠ নেতারা এক্সিট পোলের সংখ্যার উপর প্ৰশ্ন খাঁড়া করে দিয়েছে। আনন্দ শর্মা বলেছেন, এক্সিট পোল মনোরঞ্জনের জন্য এটাকে বেশি গম্ভীরতার সাথে নেওয়ার প্রয়োজন নেই।
এক সাংবাদিক আনন্দ শর্মাকে জিজ্ঞাসা করে বলেন, সমস্থ এক্সিট পোল বলছে আয়েগা তো মোদীহি, এর উপর আপনার পতিক্রিয়া কি? উত্তর আনন্দ শর্মা বলেন, দেখুন এক্সিট পোলের কোনো বিশ্বণীয়তা নেই। নির্বাচন হয়ে গেছে তাই ২৩ তারিখ পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। সেইজন্য এক্সিট পোল একটা মনোরঞ্জন হিসেবে ব্যবহৃত হয়। আনন্দ শর্মা বলেন, ২০০৪,২০০৯,২০০১৪ সালে এক্সিট পোলে সঠিক অনুমান করতে পারেনি।
আনন্দ শর্মা বলেন, ৬০ কোটি জনতা ভোট প্রদান করেছে আর ২৪ হাজার লোকের সাথে কথা বলে অনুমান বের করা অসম্ভব।এতবড় দেশ, এত কিছু ইস্যু, কোনোভাবেই এক্সিট পোলের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। আনন্দ শর্মা বলেন, ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তখনই আসল ফল জানতে পারবেন। আনন্দ শর্মা বলেন, দেশে জোটের সরকার হবে এবং সেখান কংগ্রেসের প্রদর্শন খুবই ভালো হবে। ফলাফল আসার পর সব পার্টি মিলে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে সরকার গঠন হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JS83NZ
Bengali News