লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) শেষ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবার সবার নজর ২৩ মে এর গণনার দিনের দিকে টিকে আছে। আর এরই মধ্যে গতকাল (রবিবার) এক্সিট পোল ২০১৯ (Exit Poll 2019) প্রকাশ্যে এসেছে, সেই এক্সিট পোলে প্রতিটি এজেন্সিই কেন্দ্রে আবার মোদী সরকার গঠন হচ্ছে দেখাচ্ছে।
এক্সিট পোল সামনে আসার পর থেকেই বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের অফিস শ্মশানে পরিণত হয়েছে। রেজাল্ট ঘোষণার আগে উত্তর প্রদেশের রাজধানী লখনউ তে বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতীর আবাস এবং দলের অফিসে একেবারে শোকের হাওয়া নেমে এসেছে।
শুধু বিএসপি ই নয়, বিজেপি বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের অফিস দেখে মনে হচ্ছেনা যে একদিন আগে পর্যন্তও এখানে সারাদিন লোক থাকত, আর গোটা দিন রাজনীতি নিয়ে চর্চা হত। সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশের মোট ৮০ টি আসনের মধ্যে বিজেপি ৬০-৬২ আর মহাজোট ১৭-১৯ এবং কংগ্রেস ২ টি আসন পেতে চলেছে দেখা যাচ্ছে।
প্রতিটি এজেন্সির সমীক্ষা অনুযায়ী, দেশের মত ৫৪২ আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ ৩৩৬ টি আসন পেয়ে আবার সরকার গঠন করতে চলেছে বলে দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশের ৮০ টি লোকসভা আসনের মধ্যে গতবার বিজেপি এবং তাঁদের সহযোগী দল গুলো মিলে ৭৩ টি আসনে জয়লাভ করেছিল।
যদিও এবার উত্তর প্রদেশের সমাজবাদী পার্তি আর বহুজন সমাজ পার্টি মিলে বিজেপকে বেশ বড়সড় টক্কড় দেবে বলেই সবাই অনুমান করছিল। কিন্তু এক্সিট পোলে ঠিক তাঁর উল্টোটাই দেখা যাচ্ছে। আর এই এক্সিট পোল সবার সামনে আসার পর বিজেপি বিরোধী সব দলের কার্যালয় শ্মশানে পরিণত হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WSZgPF
Bengali News