১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান দ্রব্যমূল্য বৃদ্ধির মার সহ্য করছে। পুলওয়ামায় হওয়া জঙ্গি হামলার পর একদিকে ভারতের যেমন ৪০ জন জওয়ান শহীদ হয়েছেন। তেমনই আরেকদিকে পাকিস্তানের আর্থিক স্থিতি খারাপ হয়েছে। মোস্ট ফেভারিট নেশন এর তকমা কেড়ে নেওয়া আর পাকিস্তান থেকে ভারতে আসা সমস্ত জিনিষের উপর ২০০ শতাংশ অত্যাধিক শুল্ক বসানোর পর থেকেই প্রতিবেশী দেশের কোমর ভেঙে গেছে। প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে আসা দ্রব্যের উপরে অত্যাধিক শুল্ক বসানোর পর থেকে আটারি বর্ডারে ভারত পাকিস্তানের ব্যাবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে।

ব্যাবসা বন্ধ হওয়ায় সোজাসুজি প্রভাব ট্রাক অপারেটর্সদের উপরে পড়েছে। ১৪ই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত ট্রাক অপারেটর্সরা মাত্র ২৫০ টি ট্রাক বিক্রি করেছে। তাঁদের মধ্যে অনেক ট্রাক অপারেটর্স এমনও আছে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ট্রাক কিনেছিল। এখন তাঁদের পক্ষে কিস্তি দেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। এখন তাঁদের অবস্থা এতটাই শোচনীয় যে, তাঁরা ঘরবাড়ি জমি বিক্রি করার জন্য বাধ্য হচ্ছে।

আটারি ট্রাক অপারেটর্স ইউনিয়ন এর প্রধান কুলভিন্দর সিং সন্ধু বলেন, ‘আইসিপি হওয়ার পর ১৬০ জন্য ৫১৭ টি গাড়ি কিনেছিল। কিন্তু ভারতের তরফ থেকে শুল্ক বাড়িয়ে দেওয়ার পর কাজ প্রায় বন্ধের দিকে। এক দেড় মাস ধরে অপেক্ষা করছি যে কাজ শুরু হবে! কিন্তু হল না।

আরেকদিকে অ্যাসোসিয়েশন এর মসাসচিব অমরজিত সিং বলেন, ‘এই ট্রাক গুলোর সাথে ১৩ হাজার পরিবার যুক্ত আছে। এদের মধ্যে ড্রাইভার, ক্লিনার ছাড়াও শ্রমিকও যুক্ত আছে। অনেকেই নিজের গ্রামে ফেরত চলে গিয়ে জমিতে কাজ করছে, নাহলে শহরে কোনোরকম ঠেলাগাড়ি লাগিয়ে কিছু একটা করার চেষ্টা করছে।”

কুলি ইউনিয়ান এর প্রধান বুটা সিং জানান, ‘আইসিপির সাথে মোট ২৪০০ জন যুক্ত ছিল। কেউ দিনে ১ হাজার তো কেউ ৫০০ টাকা কামিয়ে নিত। তাঁদের পরিবারও বেশ ভালো করেই চলে যেত। কিন্তু কাজ বন্ধ হওয়ার পর দুর্ভিক্ষ দেখা দিয়েছে।” উনি জানান, এখন দোকান থেকে রেশনও ধারে দিচ্ছে না কেউ।

আরেকদিকে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে পেট্রোল ডিজেলের দাম। পাকিস্তানে এখন পেট্রোলের দাম বেড়ে ১০৮ টাকা হয়েছে। আরেকদিকে ডিজেলের দামও ৪.৮৯ টাকা বৃদ্ধি পেয়েছে। আর তারসাথে কেরোসিনের দাম ৭.৪৬ টাকা বেড়েছে। এমনকি পাকিস্তানে এখন এক লিটার দুধের দাম ৭৮০ টাকা কেজি। আর টমেটো ১০০ টাকা কেজি হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HaTVMV
Bengali News