লোকসভা নির্বাচন ২০১৯ এর ফলাফল সামনে চলে এসেছে। আরো একবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চলেছেন। অন্যদিকে কংগ্রেস পার্টি খারাপ হারের মুখোমুখি করেছে। মোদী ২০১৪ সালের থেকেও ভালো ফলাফল করে দিয়েছেন। নির্বাচন প্রচারের সময় কংগ্রেসের হয়ে সবথেকে বেশি চর্চায় ছিলেন নবজোত সিং সিদ্ধু। কংগ্রেস পার্টির হয়ে পুরো দেশে প্রচার চালিয়ে ছিলেন নবজোত সিং সিদ্ধু। জানিয়ে দি, নবজোত সিং সিদ্ধু কংগ্রেস পার্টির নেতা এবং পাঞ্জাবের মন্ত্রী।
প্রচার ও ফলাফলের ভিত্তিতে নবজোত সিং সিদ্ধুর যোগদান ১০০% এবং উনার স্ট্রাইক রেট ১০০ শতাংশ। তবে জেতার দিক থেকে নয়, হারের দিক থেকে। কংগ্রেসকে হারানোর জন্য বড় ভূমিকা পালন করেছেন নবজোত সিং সিদ্ধু। ভোপালে সিট, আমেঠির সিট ইত্যাদি অনেক প্রচার নবজোত সিং সিদ্ধু করেছিল। অনেক রাজ্যে কংগ্রেস পার্টি সিধুকে নিয়ে গেছিল প্রচারের জন্য।
এমনিতে কংগ্রেস পার্টি হেরেছে, তবে যে সমস্ত স্থানে সিধু প্রচার করেছে সেখানে কংগ্রেস পার্টি অনেক বেশি পার্থক্য এর সাথে হেরেছে। ভোপাল ও আমেঠি এই দুই গুরুত্বপূর্ণ আসনে কংগ্রেস হেরেছে এবং এখানে সিধু প্রচার চালিয়ে ছিল। সিধু তার প্রচারে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে আক্রমন করেছিল। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষ উগরে সিধু জনগণের কাছে ভোট চেয়েছিল। কিন্তু দেশের জনগণ সিধুকে সঠিকভাবে জবাব দিয়ে দিয়েছে। সিধু যেখানে যেখানে প্রচার করেছে সেখানে সেখানে কংগ্রেস বেশি মার্জিনে হেরেছে। অর্থাৎ স্ট্রাইক রেট ১০০ শতাংশ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VGeCpa
Bengali News