আজ ২৩ শে মে ভারতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল আজ বেরিয়ে এসেছে। যাতে রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে। নরেন্দ্র মোদীর জয়ের ফলে ভারতের আসল বন্ধুরাও খুশি ব্যাক্ত করেছে। এমন বন্ধুদের তালিকায় ইজরায়েল সামিল হয়েছে। আজ নরেন্দ্র মোদী লোকসভার নির্বাচনে জয়লাভ করেছেন এবং ২০১৪ সালের থেকে বেশি ভোট নিয়ে জয়লাভ করেছেন।
এতে শুধু দেশের মানুষ নয়, ভারতের বাইরের বন্ধুরাও মোদীর জয়ে খুশি। বেঞ্জামিন নেতিনয়াহু মোদীর জয়ের খুশি ব্যাক্ত করে হিব্রু ও হিন্দি ভাষায় অভিনন্দন জানিয়েছেন। বেঞ্জামিন নেতিনয়াহু টুইট করে বলেন, নরেন্দ্র মোদী কামাল করে দিয়েছেন। আমার বন্ধু নরেন্দ্র মোদী বিশ্বকে নেতৃত্ব করবেন। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনয়াহু।
मेरे दोस्त @narendramodi आपके प्रभावशाली चुनावी जीत पर हार्दिक बधाई! ये चुनावी नतीजे एक बार फिर दुनिया के सबसे बड़े लोकतंत्र में आपके नेतृत्व को साबित करते हैं। हम साथ मिलकर भारत और इज़राइल के बीच घनिष्ट मित्रता को मजबूत करना जारी रखेंगे । बहुत बढ़िया, मेरे दोस्त
— Benjamin Netanyahu (@netanyahu) May 23, 2019
ברכות מקרב לב לך, ידידי @Narendramodi, על ניצחונך המרשים בבחירות!
תוצאות הבחירות הן אישור נוסף למנהיגותך ולדרך בה אתה מוביל את הדמוקרטיה הגדולה בעולם. יחד נמשיך לחזק את הידידות הגדולה בינינו ובין הודו וישראל ולהובילה לפסגות חדשות.כל הכבוד, ידידי!
— Benjamin Netanyahu (@netanyahu) May 23, 2019
বেঞ্জামিন নেতিনয়াহু ভারতীয় ভাষা হিন্দিতে টুইট করে ভারতের মানুষের মন জয় করে নিয়েছেন। কিছুদিন আগেই ইজরায়েলে নির্বাচন সম্পন্ন হয়েছিল তখন বেঞ্জামিন নেতিনয়াহু জয়লাভ করেছিলেন। আর এখম নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়লাভ করেছেন। আগত ৫ বছর এই দুই নেতা নিজ নিজ দেশে শাসন কার্য চালাবে। আর এই পরিস্থিতি দেখে এটা বলা যায় যে, দুই দেশ মিলে বিশ্বে নতুন ইতিহাস তৈরী করতে সক্ষম হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HyfWX6
Bengali News