-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিওতে দেখুনঃ বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে গুহায় পৌঁছালেন নরেন্দ্র মোদী, গেরুয়া বসন পড়ে ধ্যান সাধনাতে বসলেন তিনি

- May 18, 2019

বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দুপুর ২ঃ৪৫ নাগাদ কেদারনাথের (Kedarnath) ধ্যান গুহাতে পৌঁছান। গেরুয়া বস্ত্র ধারণ করে সেখানে তিনি ধ্যানমগ্ন হন। ভারতের সুখ সমৃদ্ধির জন্য সাধনার জন্য উনি ধ্যান সাধনাতে বসেছেন। মন্দির থেকে প্রায় ১.৫ কিমি দূর একটি পাহাড়ে অবস্থিত ওই গুহা পাঁচ মিটার লম্বা আর তিন মিটার চওড়া। সাড়ে আট লক্ষ টাকা খরচ করে সাধু সন্তদের ধ্যানের জন্য এই গুহা তৈরি করে দেওয়া হয়েছে।

২০১৩ সালে কেদারনাথে আসা বন্যার পর, কেদারনাথের পুনর্বাসনের দ্বায়িত্ব নেন নরেন্দ্র মোদী। পাঁচ বছরে কেদারনাথ মন্দির এবং আশেপাশের সমস্ত এলাকা গুলোকে ঢেলে সাজিয়ে দেওয়া হয়। উনি কেদারনাথে পৌঁছে বেশিরভাগ সময়েই পুনর্নির্মাণের কাজ গুলো খতিয়ে দেখেন। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম কেদারনাথ যাত্রা না। এর আগে ২০১৭ সালের ৩ মে আর ২০ অক্টোবর তিনি কেদারনাথে গেছিলেন। এবং ২০১৮ সালের ৭ই নভেম্বরও উনি কেদারনাথের বর্ফানি বাবার দর্শনে গেছিলেন।

আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথের প্রতি অগাধ আস্থা আছে। উনি এর আগে কেদারনাথের কাছে গড়ূরচট্টিতে সাধনা করেছিলেন। বন্যার পর কেদার নাথের পুনর্নির্মাণ ওনার ড্রিম প্রোজেক্টের মধ্যে অন্যতম ছিল। আর উনি নিজেই সবসময় এই কাজের মনিটরিং করেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2w7CyHK
Bengali News
 

Start typing and press Enter to search