বিদ্যাসাগরের (Vidyasagar) মূর্তি ভাঙার রেশ কাটতে না কাটতেই আবার মূর্তি ভাঙার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার গভীর রাতে উত্তরবঙ্গের জলপাইগুড়ির রাজবাড়ির মনসা মান্দির এবং তিস্তা বুড়ির মূর্তি সহ দীঘির পাড় সংলগ্ন এলাকায় তাণ্ডব চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দল। শনিবার ভোরে এই দৃশ্য সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। উল্লেখ্য, গত বছর কয়েক কোটি টাকা খরচ করে দীঘি সংস্কার করে দিঘির চারপাশে একটি পার্ক গড়ে তুলেছিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।
ওই পার্কেই ছিল মনসা মন্দির এবং মনসা মন্দিরের সামনে থাকা তিস্তা বুড়ির মূর্তিটিও ভেঙে ফেলে দুষ্কৃতীরা। সকাল বেলায় প্রাতঃভ্রমণে বেড়িয়ে এলাকাবাসীর নজরে আসে এই ঘটনা। সকাল বেলায় দেখা যায়, মনসা মন্দিরের মূর্তিটি ভেঙে পড়ে আছে। এমনকি পার্কে লাগানো আরও বন্যপ্রাণীদের মডেল গুলোকেও ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।
পার্ক এবং মনসা মন্দিরের নিরপত্তায় মোতায়েন থাকা এক কর্মী জানান, রাত দুটো পর্যন্ত সবই ঠিক ছিল। এরপর পার্কের নিরাপত্তায় থাকা তিন কর্মী এক্সাথে বিশ্রাম করতে চলে যান। তখনই কেও বা কারা এসে এই তাণ্ডব চালায়। হিন্দু মন্দিরে এরকম তাণ্ডব চালানোর পর উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LO743P
Bengali News