-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দিদির দাদাগিরির সামনে নতমস্তক হবেনা বিজেপিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

- May 08, 2019

আজ ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi ) । আর বাঁকুড়ার একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) উপরে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, ‘মমতা দিদি আমাকে চড় মারার কথা বলেছেন। দিদির এই অত্যাচারের কাহিনীই ওনাকে ক্ষমতা থেকে উপড়ে ফেলার সংকল্প মজবুত করে দিচ্ছে। দিদি পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে। দিদি দেশের প্রধানমন্ত্রীকেও মেনে নিতে পারছে না। এই অহংকারই দিদিকে ডুবিয়ে ছাড়বে।”

উনি ওই সভা থেকে নতুন স্লোগান দেন, উনি বলেন, ‘ চুপচাপ পদ্মে ছাপ।” তারপর তিনি আরেকটি স্লোগান দিয়ে বলেন, ‘বুথে বুথে তৃণমূল সাফ।” নরেন্দ্র মোদী বলেন, ‘যখন আমরা অত্যাচারের কাহিনী তুলে ধরি, তখন দিদি রাগ করেন। দিদি আপনি তাঁদের চিন্তা করুন, যাদের পয়সা চিটফান্ডে ডুবে গেছে। দিদি আপনি যতই রাগ দেখান নে কেন, বিজেপি আপনার দাদাগিরির সামনে ঝুঁকবে না।”

সম্প্রতি রাজ্যে ‘জয় শ্রী রাম” এর স্লোগান নিয়ে ওঠা বিতর্ককে মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দিদি আপনি মা কালি ভক্ত আর রাম ভক্তদের বেড়ে ওঠা ক্ষোভের কথা চিন্তা করুন। আপনি পর্দার আড়ালে থেকে গুণ্ডাদের সরকার চালাচ্ছেন। নরেন্দ্র মোদী বলেন, দিদি এই মাটির রঙ পাল্টাতে চাইছে। আমি দিদির রাগের পরোয়া করিনা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঙ্গলবার বলেছিলেন, নরেন্দ্র মোদীকে গণতন্ত্রের থাপ্পড় মারতে চাই। মমতা ব্যানার্জী পুরুলিয়ার র‍্যালি থেকে নরেন্দ্র মোদীর উপর আক্রমণ করে বলেন, উনি বাংলার এসে আমার দলকে তোলাবাজ বলছে। তাই আমি মোদীকে গণতন্ত্রের একটা চড় মারতে চাই। এরসাথে উনি বলেন, আমি পয়সার চিন্তা করিনা।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H7BdWq
Bengali News
 

Start typing and press Enter to search