পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত RJD নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) এমন এক মন্তব্য করে বসলেন, যেটা শুনে সবাই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয়। যদিও এটা প্রথম না যে, রাবড়ি দেবী এরকম কিছু একটা হাস্যকর মন্তব্য করলেন। এর আগেও বহুবার তিনি কিছু না ভেবেই এরকম মন্তব্য করেছিলেন।
"Gathbandhan will get 400 seats" : former Chief Minister of Bihar Rabri Devi.
— Smita Prakash (@smitaprakash) May 19, 2019
রাবড়ি দেবীর দল RJD বিহারে কংগ্রেস আর কয়েকটি ছোট দলের সাথে মিলে মহাজোট করেছে। আর আর বিহারে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে হারানোর জন্য নানারকম কৌশল আপন করে নিয়েছে। বিহারের মোট লোকসভা আসন হল ৪০, রাবড়ি দেবী ৪০আর ৪০০ এর মধ্যে গুলিয়ে ফেলেন।
রবিবার সপ্তম এবং অন্তিম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার ফলাফল ঘোষণা হবে। আপনাদের জানিয়ে রাখি, ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রীও ছিলেন। বিরোধী বিশেষ করে বিজেপি, বরাবরই রাবড়ি দেবীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। শুধু রাবড়ি দেবীই না, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বরাবর প্রশ্ন উঠেই এসেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QfQYP0
Bengali News