-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ইতিহাসে প্রথমবার সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সাথে অ-কংগ্রেসি সরকারের ফেরত নিশ্চিত

- May 23, 2019

এখনো পর্যন্ত গণনা অনুযায়ী, কমল কামাল করে দিয়েছে। আসনের দিক থেকে NDA ৩৫০ পার করতে চলেছে। এবং BJP একাই ২০১৪ এর ফলাফলের থেকে ভালো করছে। এখনো পর্যন্ত খবর অনুযায়ী বিজেপি ৩০১ আসনে এগিয়ে। গতবারের নির্বাচনে দেশ জুড়ে প্রচণ্ড মোদী (Narendra Modi) ঝড় থাকার পর ২৮২ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। আর এবার সমস্ত রেকর্ড ভেঙে ৩০০ এর উপরে আসন দখল করতে চলেছে বিজেপি।

যদি সবকিছু ঠিকঠাক থাকে তো, দেশের ইতিহাসে এটাই প্রথমবার হতে চলেছে যে, কোন অ-কংগ্রেসি সরকার একার ক্ষমতায় সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার সরকার গড়তে চলেছে। অটল বিহারী বাজপাই এর নেতৃত্বে বিজেপি তিনবার সরকার গঠন করলেও একার ক্ষমতায় আসতে পারেনি। সহযোগী দলদের নিয়ে সরকার গড়তে হয়েছিল বিজেপিকে। কিন্তু এবার ইতিহাস পাল্টে দিলো বিজেপি।

মোদীর এই সুনামিতে গিরিরাজ সিং থেকে রবিশঙ্কর প্রসাদ পর্যন্ত সবার জয় নিশ্চিত হতে চলেছে। গিরিরাজ সিং কে এবার কানহাইয়া কুমারের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছিল। সিপিআই এর প্রার্থী কানাহাইয়া কুমারের সমর্থনে দেশের বড়বড় লিবেরাল এবং বলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও প্রচারে এসেছিলেন। কিন্তু তাঁরাও কানাহাইয়া কুমারকে জেতাতে পারল না।

আরেকদিকে বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দেওয়া বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা এবার বিহারের পাটনা সাহিব থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে, এবার ওনার জয়ের সাথে সাথে গোটা দেশে বিজেপির পরাজয় নিশ্চিত। কিন্তু ওনার ওই দাবিও ধোপে টিকলো না। পাটনা সাহিবে বিজেপির প্রার্থী রবিশঙ্কর প্রসাদ ওনার বিরুদ্ধে বিপুল জয় হাসিল করে নিতে চলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2VGoorq
Bengali News
 

Start typing and press Enter to search