লোকসভা নির্বাচন ২০১৯ এর ফলাফল সামনে আসতে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি আসানসোল সহ প্রায় ১৬ টি আসন জেতার লক্ষে এগিয়ে চলেছে। বামপন্থীরা শুন্যে পৌঁছে গেছে। দেশের অন্যান্য রাজ্যেও বামপন্থীদের গোড়া থেকে উপড়ে ফেলেছে জনগণ। এই নির্বাচনে রাষ্ট্রবাদের জিত হয়েছে এবং টুকরে টুকরে গ্যাং এর হার হয়েছে। দেশের জনতা টুকরে টুকরে গ্যাংকে জোরদার থাপ্পড় দিয়েছে এবং রাষ্ট্রবাদী পার্টির উপর ভরসা দেখিয়েছে। দেশের জনতা বেগুসরাই আসনে টুকরে টুকরে গ্যাং এর কানাইয়া কুমারকে হারিয়ে দিয়ে বিজেপিকে জিতিয়েছে।
গিরিরাজ সিং বেগুসরাই আসনে অনেক ভোটের সাথে এগিয়ে গেছেন। গিরিরাজ সিং বিজেপি প্রার্থী এবং রাষ্ট্রবাদী ছবি সম্পন্ন নেতা। এর আগে গিরিরাজ সিং নাবাদ আসন থেকে সাংসদ ছিলেন। এবারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব উনাকে বেগুসরাই থেকে কামান সামলানোর দ্বায়িত্ব দিয়েছিলেন। যাতে ভলোরকম ফল করেছেন গিরিরাজ সিং। হিন্দুত্ববাদী, রাষ্ট্রবাদী ও স্পষ্ট কথা বলার জন্য খ্যাত BJP পার্থী ও নেতা গিরিরাজ সিং।
RJD পার্থী মহম্মদ তানবীর হাসান, বামপন্থী কানাইয়া কুমারের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন বিজেপি পার্থী গিরিরাজ সিং। বেগুসরাই এর জনতা রাষ্ট্রবাদী গিরিরাজ সিংকে ভোট দিয়ে জিতিয়েছেন। কানাইয়া কুমারের জন্য দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা অনেক প্রচার চালিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না, বামপন্থীদের ছুঁড়ে ফেলে গিরিরাজকে নির্বাচিত করলো বেগুসরাই এর জনতা।
এমনকি বলিউডের সাবানা আজমি, জাভেদ আখাতর পর্যন্ত কানাইয়া কুমারের জন্য প্রচারে নেমেছিল। কিন্তু জনতা টুকরে টুকরে গ্যাংকে থাপ্পড় মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2YLoFLl
Bengali News