পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি বলেছেন যে, ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের কাছে কোন বড়সড় রেকর্ড নেই। উনি বলেন গৌতম গম্ভীরের অহংকার বেশি। আফ্রিদির এই বয়ানের পর গৌতম গম্ভীর (gautam gambhir) চুপ না থেকে আফ্রিদিকে উত্তর দেন। গম্ভীর বলেন, আমরা এখনো পাকিস্তানিদের মেডিক্যাল ট্রিটমেন্ট এর জন্য ভিসা দিচ্ছি। গম্ভীর আফ্রিদিকে ভারতে আসার পরামর্শ দিয়ে বলেন, তিনি নিজেই আফ্রিদিকে মনঃচিকিৎসক এর কাছে নিয়ে যাবেন।

আফ্রিদি (afridi) বলেন, ‘কিছু প্রতিদ্বন্দ্বী ব্যাক্তিগত ছিল, আর কিছু প্রফেশনাল। সবার আগে গম্ভীরের কথা বলি, ওনার কোন ব্যাক্তিত্ব নেই। ক্রিকেটে গম্ভীর শুধুমাত্র একটা ক্যারেক্টার মাত্র।”
আপনাদের জানিয়ে রাখি, গম্ভীর (gautam gambhir) ভারতের জন্য ৫৮ টেস্ট, ১৪৭ টি ওয়ানডে, ৩৭ টি টি-২০ ম্যাচ খেলেছে। উনি দেশের হয়ে ১০ হাজারেরও বেশি রান করেছেন। আফ্রিদি পাকিস্তানের জন্য ৩৯৮ টি ম্যাচ খেলেছে, আর সেখানে ওনার অ্যাভারেজ ২৪ এরও কম। গম্ভীরের অ্যাভারেজ ৪০ এর মত। বর্তমানে গম্ভীর BJP-র টিকিটে দিল্লী থেকে লোকসভা আসনে লড়ছেন।
আর ভারতের প্রথম টি-২০ ওয়ার্ল্ড কাপ জয় এবং ভারতে আয়োজিত ২০১১ সালের বিশ্বকাপে ভারতের জয়ের পিছনে গম্ভীরের অবদান অনস্বীকার্য।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2DOOanb