জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় সোমবার রাতে সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ শোপিয়ান জেলার অবনিরা এলাকায় হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সেনার এনকাউন্টারে খতম হয়েছে দুই কুখ্যাত জঙ্গি। মৃত দুই জঙ্গি ইসলামিক স্টেট এর কাশ্মীরি সংগঠন ইসলামিক স্টেট অফ জম্মু কাশ্মীরের সাথে যুক্ত ছিল।
দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানা যায়। মৃত দুই জঙ্গির মধ্যে একজনের নাম আদিল আর দ্বিতীয় জনের নাম শাকির। দুজনই শোপিয়ানের বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, ওই এলাকায় জঙ্গি লুকিয়ে আছে। খবর পাওয়ার পর পুলিশ এবং সেনা সংযুক্ত অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করে।
পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গিদের ঘিরে ফেলার পর সেনার তরফ থেকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়। এবং সেনা কয়েক রাউন্ড গুলিও চালায় হাওয়াতে। সেনার গুলি চালানোর পরেই জঙ্গিরা সেনার উপর গুলি চালাতে শুরু করে দেয়। জঙ্গিদের গুলির জবাবে, সেনাও পাল্টা আক্রমণ চালায়। সেনার পালটা আক্রমণে খতম হয় দুই জঙ্গি।
এই অভিযানের পর পুলিশ আর সেনা এলাকায় তল্লাশি অভিযান চালায়। পুলিশের অনুযায়ী, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। আর সেই জন্য গোটা এলাকা ঘিরে আরও কঠোর ভাবে অভিযান চালানোর কথা বলে পুলিশ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IC1Mnv
Bengali News