-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলবামা হামলার পর পাকিস্তান আর্মি,ট্যাঙ্ক সব নামিয়েছিল, তাই আমরা বজরংবলীর নাম নিয়ে উপর থেকে ঢুকেছিলাম: নরেন্দ্র মোদী।

- May 04, 2019

উরি হামলার পর ভারত সৈন্য কার্যবাহী করেছিল এবং সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। পুলবামা হামলার পরেও ভারত স্ট্রাইক করেছিল। অবশ্য ভারত ১ দিনের মাথায় পাকিস্থানের উপর স্ট্রাইক করেনি। ভারত প্রায় ২ সপ্তাহ নিয়ে তারপর পাকিস্থানের উপর এয়ার স্ট্রাইক করেছিল। ভারতের ফাইটার জেট পাকিস্থানে ঢুকে বালাকোট সহ তিনটি বড়ো আতঙ্কবাদী ক্যাম্পে প্রলয় করে এসেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী INDIA TV নামক এক চ্যানেলে বড় তথ্য প্ৰকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi ) জানিয়েছেন কেন ভারত সার্জিক্যাল স্ট্রাইকের পরিবর্তে এয়ার স্ট্রাইক করেছে।

মোদী বলেন পুলবামা হামলার পর পাকিস্তান এটা বুঝতে পেরেছিল যে, ভারত একশন নেবে। ভারত দ্বারা করা সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে পাকিস্তান আগে থাকতেই পরিচিত ছিল। কারণ উরি হামলার পর ভারত পাকিস্থানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। তাই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে পাকিস্থানের অনুভব ছিল। উরি হামলার পর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনা পাকিস্থানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। তাই পুলবামায় আতঙ্কবাদের ঘটনা হওয়ার পরই পাকিস্থানের নিজের সুরক্ষা বাড়িয়ে দিয়েছিল।

নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তান নিজের সুরক্ষাকে পরিপক্ক করার জন্য চারিদিক সেনা, ট্যাংক, রাডার লাগিয়ে দিয়েছিল। চারিদিক থেকে পাকিস্তান নিজের সুরক্ষা বাড়িয়ে দিয়েছিল। শুধু এই নয়, আতঙ্কবাদীদের লঞ্চ প্যাডকেও পাকিস্তান সরিয়ে নিয়েছিল। আর্মি ট্রেনিং ক্যাম্পে কিছু আতঙ্কবাদীকে সরিয়ে ফেলা হয়েছিল। নরেন্দ্র মোদী India Tv এর সাথে সাক্ষাতকারে বলেছেন, পাকিস্তান ভেবে বসেছিল যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে আর তারা সেটাকে প্রতিরোধ করার জন্য সম্পুর্ন পস্তুত। কিন্তু এবারে আমরা বজরং বলির নাম নিয়ে উপর থেকে পাকিস্তানের ভেতরে ঢুকে গেছিলাম।

নরেন্দ্র মোদী বলেন, সার্জিক্যাল স্ট্রাইক মাটিতে নেমে হয় তাই পাকিস্তান সমস্ত পস্তুতি নিয়ে আর্মি,ট্যাঙ্ক সবকিছু লাগিয়ে দিয়েছিল। এই কারণে  ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার পরিবর্তে ফাইটার জেট পাঠিয়ে দিয়েছিল। পাকিস্তান এটা ভাবতেও পারেনি জেজ ভারত নিজের এয়ার ফোর্স ব্যাবহার করবে। এই কারণে পাকিস্তান হতভম্ভ হয়ে পড়ে। ভারতের বেশকিছু ফাইটার জেট পাকিস্তানে ঢুকে গেছিল এবং আতঙ্কবাদীদের শেষ করে সুরক্ষিত ফিরে এসেছিল। পাকিস্তান এয়ার ফোর্স নিয়ে কোনো পস্তুতি নেয়নি যার জন্য পাকিস্তান এয়ার স্ট্রাইক প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে যায়। যদিও পাকিস্থানের এয়ার ফোর্স তৈরী থাকলে ভারতের কাছে বিকল্প পথ ছিল।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Jhkt1x
Bengali News
 

Start typing and press Enter to search