ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রিমস এর পেইং ওয়ার্ডে ভর্তি আছেন। সেখানে ওনার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানা যায়, আপনাদের জানিয়ে রাখি, তিনদিন ধরে লালু না ঘুমাতে পারছে, না খেতে পারছে। ওনার এই কাণ্ড দেখে ডাক্তারেরাও অবাক হয়ে আছেন।
লালু প্রসাদের ডাক্তার প্রফেসর উমেশ প্রসাদ বলেন, লালু সকালে ব্রেকফাস্ট তো করে নেয়, কিন্তু দুপুরের খাওয়ার আর খাচ্ছে না। উনি সকালে ব্রেকফাস্ট করার পর একবারে রাতে খাচ্ছেন। আর এই কারণে ওনাকে ইনসুলিন দিতে অসুবিধা হচ্ছে। ডাক্তার জানান, অত্যাধিক টেনশন এর জন্য ওনার এরকম পরিস্থিতি হয়ে আছে।
ডঃ প্রসাদ শনিবার এই নিয়ে লালু প্রসাদ যাদবকে অনেই বুঝিয়েছেন। তিনি লালুকে জানান যে, তাঁর শরীর ঠিক নেই তাই সময়ে সময়ে খাওয়া দাওয়া করা খুব জরুরি। যদি সময়মত খাওয়ার না খাওয়া হয়, তাহলে ওষুধ খাওয়াতে সমস্যা হয়ে যাবে। আর এর ফলে ওনার শারীরিক অবস্থার অবনতি হবে। ডঃ প্রসাদ বলেন, শনিবার লালুর ব্লাড প্রেসার আর সুগার ঠিক ছিল, কিন্তু ওনার খাওয়া দাওয়া ঠিক না হলে, সমস্যা চরম বাড়তে পারে।
আপনাদের জানিয়ে রাখি, লোকসভা নির্বাচন ২০১৯ এর ফলাফলের দিনে লালু প্রসাদ সকাল ৮ টার সময় টিভি খুলেছিলেন, আর নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছিল, ততই ওনার টেনশন বাড়ছিল। এরপর তিনি দুপুর ১ টা নাগাদ টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2X8dbkH
Bengali News